World Bank : পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত পরিদর্শনে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি দল, কী জানাল তারা? – world bank delegates visited two gram panchayat at purba medinipur


West Bengal News একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কেন্দ্রের আর্থিক সহায়তার পাশাপাশি বিশ্ব ব্যাঙ্ক (World Bank) থেকেও আর্থিক সহায়তা পায় পশ্চিমবঙ্গ সরকার। বিশ্ব ব্যাঙ্কের প্রদেয় অর্থে বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে, তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় হাজির তাঁদের একটি প্রতিনিধি দল। পঞ্চায়েতের কাজ দেখে প্রাথমিকভাবে খুশি তাঁরা।

Medinipur Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মারুতির ধাক্কা সাইকেলে, গুরুতর জখম ২ পড়ুয়া
সোমবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদল ও ময়নায় পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণের কাজ দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় আসেন বিশ্ব ব্যাঙ্কের চার প্রতিনিধি। জেলার ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখেন চার সদস্যের প্রতিনিধি দলটি। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিয়েছে এই গ্রাম পঞ্চায়েত। নিজেদের গ্রামপঞ্চায়েত অফিসের প্রয়োজনীয় আলো, কম্পিউটার সব কিছু এই সৌরবিদ্যুতে চালানো হয়। সেই সঙ্গে ওয়াটার ATM এবং সাবমার্সিবল পাম্প বসিয়ে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের কাজ করেছে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত। সেই কাজ দেখে প্রতিনিধিরা খুশি।

Water Crisis : দীর্ঘদিন ধরে পানীয় জল সংকট , মালদায় গ্রামবাসীদের একমাত্র ভরসা পুকুরের জল
ময়নার পাশাপাশি এদিন মহিষাদল (Mahishadal) ব্লকের নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজও পরিদর্শন করেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। সেখানে নতুন শ্মশানঘাট, রাস্তা-সহ বেশ কিছু গ্রাম উন্নয়ন প্রকল্পের কাজ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের সঙ্গে ব্লকের BDO যোগেশচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুরি ধাঁড়া মান্না প্রমুখ ছিলেন। এলাকা পরিদর্শনে পাশাপাশি তথ্যচিত্রে মাধ্যমে এলাকার উন্নয়নে বিষয় তুলে ধরা হয়। জেলার দুটি গ্রামপঞ্চায়েতের কাজে খুশি প্রতিনিধি দল। নাঁটশাল ১ গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জুরি ধারা মান্না বলেন, “অনেক গ্রাম পঞ্চায়েত আইএসজিপি (Institutional Strengthening of Gram Panchayat) প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ পায়। সেই বরাদ্দ অর্থ আমরা কিভাবে খরচ করছি, সঠিকভাবে খরচ হচ্ছে কিনা সেটা দেখার জন্যেই ওঁরা আজকে এসেছিলেন। বরাদ্দ অর্থ কোন কোন খাতে ব্যবহার হয়েছে, গ্রামীণ এলাকার কী কী পরিবর্তন হয়েছে, সেটা তাঁরা ঘুরে ঘুরে দেখেন। ওনাদের প্রতিক্রিয়ায় আমরা খুশি।”

Uttar 24 Parganas News : আয়লার পর এক যুগ পার! ফের ঐতিহ্যের হাট শুরু সুন্দরবনে
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই বিশ্ব ব্যাঙ্ক (World Bank) থেকে বড় অঙ্কের আর্থিক সাহায্য পায় রাজ্য। পশ্চিমবঙ্গের (West Bengal Govt) জন্য প্রায় ১ হাজার কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। মূলত সামাজিক সুরক্ষা (Social Protection) সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্যই রাজ্য সরকারকে এই ঋণ দেওয়া হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *