পড়ুয়া যক্ষ্মায় আক্রান্ত, সরকারি আইটিআই কলেজে পরীক্ষায় বসতে দিলেন না অধ্যক্ষ! A student suffering from TB not allowed to appear in examination at ITI Kulpi


নকিবুদ্দিন গাজি: কলেজ থেকে নাম বাদ? যক্ষ্মা আক্রান্তকে এবার পরীক্ষায়ও বসতে দিলেন না অধ্যক্ষ! কেন? গেটের বাইরে ধরনা দিলেন পড়ুয়া। কাঠগড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলপি গর্ভমেন্ট আইটিআই কলেজ।

জানা গিয়েছে, কুলপিরই রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা বাসিন্দা রাজীব শী। কুলপি গর্ভমেন্ট আইটিআই কলেজের ছাত্র তিনি। এসি ও  রেফ্রিজারেটের সারাইয়ের কোর্সটি করছেন তিনি। কলেজে গিয়ে ক্লাসও করছিলেন নিয়মিত। পরিবারের লোকেরা জানিয়েছেন, মাস ছয়েক আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজীব। যক্ষ্মা ধরা পড়ে তাঁর। চিকিৎসার জন্য এরপর আর কলেজে যেতে পারেননি ওই পড়ুয়া। অভিযোগ, কুলপি গর্ভমেন্ট আইটিআই কলেজ থেকে নাকি রাজীবের নাম বাদ দিয়েছেন অধ্যক্ষ। শুধু তাই নয়, যোগাযোগ করার পরেও কলেজ কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি। বস্তুত, তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি কলেজে!

আরও পড়ুন: Malda: খুবলে নেওয়া কান! পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্য়ুতে চাঞ্চল্য

এদিকে আজ, বুধবার থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার শুরু হল কুলপি গর্ভমেন্ট আইটিআই কলেজে। ঘড়িতে তখন ৯টা। এদিন সকালে যথারীতি পরীক্ষা দিতে কলেজে যান রাজীব। সঙ্গে ছিলেন তাঁর মা। কিন্তু অধ্যক্ষ যক্ষ্মা আক্রান্ত ওই পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেননি বলে অভিযোগ। কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে কান্না ভেঙে পড়েন রাজীব। পরীক্ষার বসতে দেওয়ার দাবিতে ধরনায় বসেন তিনি।  স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে আপাতত সমস্যা মিটেছে। রাজীব যাতে বাকি পরীক্ষাগুলিতে বসতে পারেন, সেই ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। কেন যক্ষ্মা আক্রান্ত পড়ুয়ার সঙ্গে কেন এমন আচরণ? মুখে কুলুপ এঁটেছে কুলপি গর্ভমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *