Bisva Bharati University : ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগ, অধ্যাপককে শোকজ বিশ্বভারতী কর্তৃপক্ষের – bisva bharati university authorities condemned professor sudipta bhattacharya for allegation of provocation student movement


ছাত্রবিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে বিশ্বভারতীর (Bisva Bharati) অধ্যাপক (Professor) সুদীপ্ত ভট্টাচার্যকে (Sudipta Bhattacharya) শোকজ করল কর্তৃপক্ষ৷ উপাচার্যের (Vice Chancellor) পদত্যাগের দাবিতে আন্দোলনে পড়ুয়াদের উসকানি (Provocation) দেওয়ার অভিযোগ উঠেছে অর্থনীতি বিভাগের (Department Of Economics) অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে৷ এই অভিযোগে বুধবার তাঁকে শোকজ করে কারণ দর্শানোর জন্য চিঠিও পাঠানো হয়েছে বিশ্বভারতীর তরফে। এদিকে, এদিনও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করে আন্দোলন করছেন পড়ুয়ারা৷

Visva Bharati University : উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থানে পড়ুয়ারা, উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) পদত্যাগের দাবিতে তাঁর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, আদালতের নির্দেশ অমান্য করা, এমনই নানা অভিযোগে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যকে ঘেরাও করেন তাঁরা। কারও সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা না করেই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ পড়ুয়াদের। আর তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। প্রায় ১০ ঘণ্টা পর রাত দুটো নাগাদ ঘেরাও মুক্ত হন উপাচার্য৷ সেই আন্দোলনে পড়ুয়াদের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য উসকানি দিয়েছেন বলে অভিযোগ৷ সেই অভিযোগে তাঁকে শোকজ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ তাঁকে তিনদিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে৷

Visva Bharati University : নিরাপত্তারক্ষীদের গুলি করার নির্দেশ! উপাচার্যের ইস্তফার দাবিতে ধুন্ধুমার বিশ্বভারতীতে
গত ২৩ নভেম্বর পড়ুয়াদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের অভিযোগ ছিল, গত পাঁচ বছর ধরে একনায়কতন্ত্র চালাচ্ছেন উপাচার্য। আরও দাবি, যাঁকে খুশি সাসপেন্ড করা, শোকজ করা, বদলি করা, কোনও কর্মীর বেতন বন্ধ করে দেওয়া যেন রোজনামচায় পরিণত করেছেন এবং ওনার কোপ থেকে বাদ যাননি পড়ুয়ারাও। তাঁরাও উপাচার্যের রোষের শিকার হয়েছেন বলে দাবি। কাউকে হস্টেল থেকে বহিষ্কার, তো কাউকে সাসপেন্ড করে শিক্ষাঙ্গণ থেকে বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ।

North Bengal University : জমি হস্তান্তরের অভিযোগ! ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
নানা বিষয় নিয়ে গত ২৩ তারিখ উপাচার্যের সঙ্গে কথা বলতে যান পড়ুয়ারা। কিন্তু, সেই সময় উপাচার্য খারাপ ব্যবহার করেন বলে দাবি ছাত্রছাত্রীদের। তবে নিজেদের দাবিদাওয়া জানানোর জন্য নাছোড় পড়ুয়ারা প্রতিবাদ করেন৷ তখনই উপাচার্য তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ। তাঁদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তিও বাধে। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান বিক্ষোভকারীরা। সেদিনের ছাত্র আন্দোলেন উসকানির অভিযোগে বুধবারই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শোকজ নোটিশ ধরানো হয়েছে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে৷ যদিও উপাচার্যের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলন এদিনও চলছে৷ এদিন উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা৷ এর আগে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে পোস্টারও পড়েছিল৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *