BJP West Bengal : সিভিক ভলান্টিয়ারদের নিয়ে BJP-র আন্দোলন, আসানসোলে ধুন্ধুমার – bjp yuva morcha demonstrate protest in asansol for civic volunteers


Asansol News: রাজ্যের পুলিশ প্রশাসনের একটা বড় অংশ সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ওপর নির্ভরশীল। এবার তাঁদের দাবি দাওয়াকে কেন্দ্র করে BJP-র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল (Asansol)। সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ, বেতনবৃদ্ধিসহ বিভিন্ন দাবিদাওয়া পুলিশ কমিশনারের দফতরে ধর্না কর্মসূচি নিয়েছিল BJP যুবমোর্চার কর্মী সমর্থকরা। বিরোধী দলের এই কর্মসূচি ঘিরে আসানসোলের BNR মোড় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি শুরু হয় BJP কর্মী সমর্থকদের। পরিস্থিত উত্তপ্ত হয়ে উঠতেই আন্দোলনকারী BJP নেতাকর্মীদের আটক করে পুলিশ। BJP যুবমোর্চার আন্দোলনের কথা মাথায় রেখে বিএনআর মোড়ে প্রচুর পরিমাণে পুলিস ও র‌্যাফ মোতায়েন করা হয়েছিল।

Mithun Chakrborty: ‘চল ভাগ!’ বাচ্চাদের জোর ধমক BJP-র মিঠুনের, ভাইরাল ভিডিয়ো
জানা গিয়েছে, BJP যুবমোর্চার এই কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। BJP নেত্রী ইন্দ্রাণী আচার্যের নেতৃত্বে আসানসোলের পুলিশ কমিশনারের (Asansol Police Commissioner) দফতরে ধরনা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছিল। BNR মোড় থেকে পুলিশ কমিশনারের দফতরের উদ্দেশে BJP কর্মী সমর্থকরা মিছিল শুরু করতেই তাদের আটকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও BJP কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। খানিক পরে ধস্তাধস্তি শুরু হতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বেশ কিছু আন্দোলনকারী BJP কর্মীকে আটক করে পুলিশ। প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে গাড়িতে ওঠেন যুবমোর্চ কর্মী সমর্থকরা।

SFI: রক্তদান শিবিরকে কেন্দ্র করে SFI-TMCP সংঘর্ষ, রণক্ষেত্র কুলটি কলেজ
আটক হওয়া এক BJP যুবমোর্চা কর্মী সাংবাদিকদের বলেন, “সিভিক ভলান্টিয়ারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই বিক্ষোভ ছিল। আমরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলামা। কিন্তু এই দলদাস পুলিশ আমাদের আন্দোলন করতে দিল না। সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ হচ্ছে না। এমনকী তাদের বেতনও বৃদ্ধি করা হয়নি। সেই কারে আসানসোল সাংগঠনিক জেলা BJP যুব মোর্চা এই কর্মসূচি আয়োজন করেছিল। আমাদের অকারণে আটক করা হল। পুলিশকে ধিক্কার জানাই।”

Asansol News: CPIM নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, আসানসোলে চাঞ্চল্য
একদিকে যেমন SLST, প্রাইমারি নিয়োগে দুর্নীতি নিয়ে আন্দোলন চালাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। সেখানেও বিরোধী দলের নেতানেত্রীদের দেখা গিয়েছে। তৃণমূল সরকার ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রচুর বেকার যুবক যুবতীকে সিভিন ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়েছিল। সময়ের সঙ্গে তাদের বেতন বাড়লেও সিভিন্ন ভলান্টিয়ারদের চাকরিতে স্থায়ীকরণের দাবি দীর্ঘদিনের। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই দাবি কাজে লাগিলে তৃণমূলকে বিপাকে ফেলতে চাইছে BJP, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *