যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন দেবাংশু ভট্টাচার্য। তিনি ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। বুধবার নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস যুব কমিটির সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন সায়নী ঘোষ। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্পন সাহা, সোহম চক্রবর্তী, শুভংকর সিনহা, সুশান্ত মাহাতোকে। নতুন এই কমিটিতে নাম নেই দেবাংশু ভট্টাচার্যের। এরপরেই তাঁর একটি সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল হয় যেখানে তাঁর Debangshu Bhattacharya Dev প্রোফাইলটির একটি স্ক্রিনশট করা হয়েছে। তাতে লেখা ‘অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস’-এর থেকে ‘লেফট’ করেছেন তিনি। যদিও তাঁর প্রোফাইলে গিয়ে পরে এই পোস্টের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। পরিবর্তে বিকেল ৫ট ১২ মিনিট নাগাদ তিনি একটি ‘স্মাইলি ইমোজি’ পোস্ট করেন।

দেবাংশুর ফেসবুক পোস্ট ( ছবি সৌজন্যে ফেসবুক – Debangshu Bhattacharya Dev)
সেখানে অমিত সাহা নামক এক নেটিজেন মন্তব্য করেছেন, “একটু ভেদাভেদ হয়েছে, তবে অসুবিধা নেই আমরা যুবরা তোমার পাশে আছি,,, আশা করি, আস্থাশীল যে এর থেকে বড়ো যায়গা তোমার অপেক্ষায় রয়েছে”। অপর এক নেটিজেন মন্তব্য করেছেন, “এবার অনেক কিছু ভাববার আছে দাদা।” যদিও কোনও কমেন্টেরই জবাব দেননি দেবাংশু। যদিও Debangshu Bhattacharya Dev ফেসবুক প্রোফাইলের ‘অ্যাবাইট’ ঘেঁটে দেখলে সেখানে এখনও লেখা General Secretary at TMYC এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। উল্লেখ্য, যুব তৃণমূলের কমিটিতে সায়নীকে সভাপতি করা হয়েছে এবং ১৬ জন সাধারণ সম্পাদকের নাম রয়েছে। দেবাংশুর নাম সহসভাপতি বা কার্যকরি কমিটিতে না থাকার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে এখনও অবশ্য দেবাংশু ভট্টাচার্য প্রকাশ্যে মুখ খোলেননি।
প্রসঙ্গত, তৃণমূলের অন্যতম যুব নেতা দেবাংশু। সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ব্যাপক। বিভিন্ন ভিডিয়ো পোস্ট করে তিনি তৃণমূলে হয়ে সওয়াল করেন এবং বিরোধীদের তোপ দাগেন। একুশের নির্বাচনের সময় বাংলাদেশের স্লোগান ‘খেলা হবে’ নতুনভাবে উপস্থাপিত করেছিলেন তিনি। তা পরে সর্বস্তরের নেতারা ব্যবহার করেন। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘খেলা হবে’ স্লোগান তুলেছেন বিভিন্ন সময়ে। এমনকী, এই স্লোগান প্রসঙ্গে পালটা তৃণমূলকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।