Digha Beach : বাড়ি থেকে পালিয়ে…! নুলিয়াদের তৎপরতায় দিঘা বিচে উদ্ধার ২ কিশোর – digha police handed over two teenagers to their families who found on sea beach


West Bengal News বাড়ি থেকে পালিয়ে..৷ আরে না না, পুরনো দিনের সিনেমার কথা বলা হচ্ছে না৷ গতকাল ‘বাড়ি থেকে পালিয়ে’ দুই কিশোর (Two Teenagers) চলে আসে দিঘার সমুদ্র সৈকতের (Digha Sea Beach) ধারে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সি বিচের ধারে রাত্রিযাপন হলেও, সকালেই দুই কিশোরকে দেখেই সন্দেহ হয় নুলিয়াদের৷ তখনই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা৷ আর জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, মায়ের বকুনিতে অভিমানে তারা বাড়ি থেকে পালিয়ে দিঘায় চলে এসেছে৷ পরে দিঘা থানায় (Digha Police Station) খবর দেওয়া হলে, পুলিশ দুই কিশোরকে উদ্ধার (Rescue) করে এবং থানায় নিয়ে যায়৷

Road Accident : ইলামবাজারে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুই কিশোরের নাম কবীর আলি, বয়স ১০ বছর ও সাবিউল খান বয়স ১১ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদায়৷ এরা সম্পর্কে দুই ভাই৷ দু’জনেই সাবরা রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র৷ কবীর আলি ষষ্ঠ শ্রেণির ও সাবিউল খান সপ্তম শ্রেণির ছাত্র। পুলিশের তৎপরতায় দুই ছেলেকেই ফিরে পেয়ে খুশি পরিবার৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দিঘার সমুদ্র সৈকতের ধারে ঘোরাফেরা করতে দেখা যায় দুই কিশোরকে৷ সেসময় কর্তব্যরত নুলিয়াদের চোখে পড়ে অল্পবয়সি ছেলে দু’টিকে৷ তাদের দু’জনকে দেখে সন্দেহ হওয়ায় তখনই ডেকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা৷ জানা যায়, সাবরা রামকৃষ্ণ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কবীর আলি ও সপ্তম শ্রেণির ছাত্র সাবিউল খান নামে এই দু’জন আদতে দুই ভাই৷ গতকাল পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা দুই ভাই বাড়ি থেকে পালিয়ে দিঘায় চলে আসে৷

Medinipur Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মারুতির ধাক্কা সাইকেলে, গুরুতর জখম ২ পড়ুয়া
তাদের জিজ্ঞাসাবাদ করে আরও জানা গিয়েছে, গতকাল বাইক চালানোর সময় সাবিউল খানের মা তাঁর ছেলেকে বকাবকি করেন এবং তার ফলেই তারা অভিমানে বাড়ি থেকে পালিয়ে আসেন৷ মেদিনীপুরের বাসে করে দিঘা চলে আসে এবং দুই ছাত্রের পরিকল্পনা ছিল ট্রেনে করে বাইরে চলে যাওয়ার। জানা যায়, সাবিউল খানের আজ ইংরেজি পরীক্ষা ছিল, আর কবীর খানের আগামিকাল থেকে স্কুলের পরীক্ষা শুরু হবে।

Mobile Addiction : মোবাইল ফোনে আসক্তি, মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কিশোর
পুলিশসূত্রে আরও জানা গিয়েছে, এদিন সকালে এই দুই ছাত্রকে উদ্ধার করে নুলিয়ারা পরে দিঘা থানায় খবর দেন৷ এরপর দিঘা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজন এসে পৌঁছলে দুই কিশোরকে এদিনই তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *