Duare Sarkar Camp : জনগণের অভূতপূর্ব সাড়া, মেয়াদ বাড়ল ‘দুয়ারে সরকার’-এর – duare sarkar campaign date extended by 5 december nabanna gives instruction


১ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়। এই ক্যাম্পগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পাচ্ছিলেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। কিন্তু, এবার সেই মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ ৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যপকভাবে সাড়া পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন।

Duare Sarkar : শুরু দুয়ারে সরকার কর্মসূচি, কোথায় বসবে ক্যাম্প? জানুন এক ক্লিকেই
রাজ্যবাসী নিকটবর্তী ক্যাম্পের হদিশ পাওয়ার জন্য https://ds.wb.gov.in -এ ক্লিক করতে পারেন। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য ক্যাম্পগুলি থেকে বিনামূল্যে পাওয়া যাবে ফর্ম। যাতে সাধারণ মানুষের সমস্যা হলে তাঁরা এই বিষয়টি তুলে ধরতে পারেন সেজন্য একটি টোল ফ্রি নম্বরও শুরু করা হয়েছে। ১০৭০/২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে তাঁরা সাহায্য চাইতে পারবেন।

দুয়ারে সরকার নিয়ে নির্দেশিকা

Duare Ration : দুয়ারে রেশন প্রকল্পে কোনও বাধা নেই, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের
দুয়ারে সরকারে আবেদনের জন্য কী নথি প্রয়োজন?

আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা থাকছে ক্যাম্পেই। একইসঙ্গে মিউটেশন ও জমি রেকর্ডের ভুল সংশোধন, স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকারের থেকে।

Duare Sarkar: বিনামূল্যে জেরক্স, মাতৃদুগ্ধ পান কক্ষ! দুয়ারে সরকার ক্যাম্পে, অভিনব উদ্যোগ মুর্শিদাবাদের সুতিতে
আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো দেওয়া বাধ্যতামূলক। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু,জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণিসম্পদ দফতরের কিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন প্রকল্পগুলির জন্য দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যাতে দুয়ারে সরকারের পরিষেবা আরও পেতে পারেন সেজন্য এবার এই উদ্যোগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে হলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *