Duare Sarkar Camp: দুয়ারে সরকার শিবিরে বাম-বিজেপি কর্মীরা, কারণ জানলে চমকে যাবেন – duare sarkar camp left front bjp workers are helping people for form fill up at bardhaman kaksa


Duare Sarkar Camp-এ সহায়তায় বাম ও বিজেপি কর্মীরা। এমনই উলট পুরাণ দেখা গেল বর্ধমানের কাঁকসায়। দুয়ারে সরকার ক্যাম্পে বসে সাধারণ মানুষের প্রকল্পের ফর্ম ফিলাপ করতে দেখা গেল বিরোধী বাম ও বিজেপির কর্মীদের। এই ঘটনা সামনে আসতেই কাঁকসা জুড়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

মঙ্গলবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানাগড়ের রেলপারে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পে এদিন সকাল থেকেই বহু সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমান। আর সেই ক্যাম্পে বসেই সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করতে দেখা যায় বিজেপি ও বাম কর্মীদের। বিরোধী দলের কর্মীদের এমন কাজে দেখে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফল্য বলেই ব্যাখা করছে জেলা তৃণমূল শিবির।

Lakhi Bhandar Duare Sarkar: ‘সুবিধা নেবে আর অন্য দলে ভোট দেবে তা হবে না…’, দুয়ারে সরকার শিবিরে ‘হুমকি’ তৃণমূল নেতার

তৃণমূল নেতা (TMC Leader) কার্তিক সিং বলেন, ”একটা সময় ছিল যখন বিরোধীরা রাজ্য সরকারের প্রকল্প ও দুয়ারে সরকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। আজ সেই বিরোধী দলের নেতারাই ক্যাম্পে বসে ফর্ম ফিলাপ করছে। কারণ তাদের পরিবারে হোক বা তারা অনুভব করেছে যে দুয়ারে সরকার সত্যিই সাধারণ মানুষের সুবিধা দিচ্ছে। তাই তারা এসে সাধারণ মানুষের সাহায্য করছে। কারণ সব নেতা তো বেইমান হয় না। তবে এতে তাদের কোনও অসুবিধা নেই।” অপর দিকে ক্যাম্পে বসে সাধারণ মানুষের ফর্ম ফিলাপে সহায়তা এগিয়ে আসা বিজেপি ও বাম যুব নেতাদের দাবি তারা মানুষের সেবা করতেই ক্যাম্পে এসেছেন।

Duare Sarkar Camp : জনগণের অভূতপূর্ব সাড়া, মেয়াদ বাড়ল ‘দুয়ারে সরকার’-এর

অন্যদিকে, এদিনই বাড়ানো হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মেয়াদ (Duare Sarkar Camp Extended)। ১ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়। এই ক্যাম্পগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পাচ্ছিলেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। কিন্তু, এবার সেই মেয়াদ বেড়ে হল ৫ ডিসেম্বর। একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ ৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যপকভাবে সাড়া পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন।

Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার বাহানা, বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে ‘ভাগলবা’ বধূ

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *