Elephant Attack : খাবারের সন্ধানে মুদির দোকানে হাতির হানা, মাথায় হাত ব্যবসায়ীর – wild elephant attack on grocery shops in jalpaiguri


West Bengal News দু’টি উট একটি দোকানে আসে জলের সন্ধানে, এই বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল৷ এবার বাস্তবেও এমনই এক ঘটনা ঘটল৷ তবে এক্ষেত্রে উট নয়, হাতি ঢুকল দোকানে৷ এবার রিল নয়, রিয়েল লাইফে দোকানে রীতিমতো হামলা চালানোর ঘটনা দেখা গেল৷ খাবারের সন্ধানে মুদিখানা দোকানে (Grocery Store) হামলা চালাল বুনো হাতি (Wild Elephant)! দোকানের দেওয়াল ভেঙে সাবাড় করল খাদ্যসামগ্রী। মঙ্গলবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের চালসার আলিহোসেন পাড়া৷ ঘটনায় সমগ্ৰ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানি ক্ষতিপূরণের (Compensation) দাবি জানিয়েছেন৷ সরকারি নিয়মে আবেদন করলেই ক্ষতিপূরণ মিলবে বলেই বন দফতরের (Forest Department) তরফে জানানো হয়েছে৷

Elephant Death : ট্র্যাকে হাতি এলেই সতর্কবার্তা দেবে সেন্সর, অঘটন এড়াতে ডুয়ার্সে নয়া প্রযুক্তি রেলের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে মহাবাড়ি এলাকা হয়ে আলিহোসেন পাড়ায় আসে। সেখানে শঙ্কর ঠাকুরের মুদি দোকানের দেওয়াল ভেঙে দিয়ে চাল, ডাল সহ অন্যান্য খাবার সাবাড় করে বলে দাবি। দোকানেও রীতিমতো তাণ্ডব চালায় বুনো হাতিটি৷ পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বুনো হাতিটি আবার জঙ্গলে চলে যায়। মনে করা হচ্ছে, সোমবার রাতে যে হাতিটি মহামারি বস্তি এলাকায় ধান খেতে ঢুকেছিল, সেটিই ফের একবার চালসার আলিহোসেন পাড়ায় ঢোকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, খাবারের সন্ধানেই হাতিটি মুদি দোকানে হামলা চালায়৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাঁর যাবতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

Acid Attack : দীর্ঘদিন উপদ্রব, রেহাই পেতে ডোমজুড়ে হনুমানের মুখে অ্যাসিড গ্রামবাসীর
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক শঙ্কর ঠাকুর বলেন, “রাত ১২টা নাগাদ একটি হাতি এসে দোকানে ভাঙচুর করেছে৷ জিনিসপত্র সবই শেষ করে দিয়েছে৷ চাল, ডাল, তেল, নুন সবই নষ্ট করেছে৷ আমার ব্যাপক ক্ষতি হয়েছে৷ আমাকে এর জন্য সাহায্য করা হলে ভালো হয়৷” বন দফতর সূত্রে জানা গিয়েছে, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতর৷ সেখানে হাতির তাণ্ডব নিয়ে অভিযোগ জানান গ্রামবাসীরা৷

Liquor Store : সুরাপ্রেমীদের ভিড় বাড়ছে ‘আজব’ হাটে
প্রতিদিন একইভাবে একাধিক জায়গায় হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত মেটেলি ব্লকের বাসিন্দারা। তাঁদের দাবি, হাতির হামলা এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রায়ই জঙ্গল থেকে হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়৷ ঘরে ছোট ছেলেমেয়েরা রয়েছে৷ আজ দোকানে ঢুকেছে, এরপর বাড়িতে হামলা করলে, তাঁরা কোথায় যাবেন বলেও প্রশ্ন তোলেন গ্রামবাসীরা৷ এভাবে হাতির হামলায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *