Gangasagar Mela : কাকদ্বীপে বন্ধ ভেসেল পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা – kakdwip vessel service stopped for gangasagar mela


West Bengal News: ভেসেল পরিষেবা নিয়ে দুর্ভোগে কাকদ্বীপের (Kakdwip) বাসিন্দারা। সারাদিনে মাত্র চার ঘণ্টা মিলছে ভেসেল পরিষেবা (Vessel Service)। ভেসেল পরিষেবার অপ্রতুলতার কারণে জীবন হাতে নিয়ে ছোটো নৌকাই এখন ভরসা নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আসা পূণ্যার্থীদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবারে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। মেলার জন্য পরিকাঠামো তৈরি পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী থেকে শুরু হয়েছে পলি তোলার কাজ। পলি তোলার জন্য ব্যাহত হচ্ছে মুড়িগঙ্গা নদীর ভেসেল পরিষেবা।

South 24 Parganas News : হাঙর ধরার অভিযোগ, কাকদ্বীপে গ্রেফতার ৪ মৎস্যজীবী
ভূতল পরিবহণ নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র জোয়ারের সময় মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা চালানো হচ্ছে। তিনি জানিয়েছেন, নদীর যে চ্যানেলগুলি ব্যবহার করে ভেসেল চলাচল করে, সেই চ্যানেলেই চলছে পলি তোলার কাজ। ভাটার সময় তাই ওই চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে ভেসেল চলাচলে সমস্যা তৈরি করছে।

South 24 Parganas News : ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনা, ১২ ঘণ্টা পরেও নিখোঁজ ২ শিশুকন্য
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর ভিনরাজ্য থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে আসেন। ভেসেল পরিষেবা বন্ধের কারণে স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রীদের (Daily Passengers) পাশাপাশি তাঁরাও বিস্তর সমস্যার মধ্যে পড়ছেন। ভেসেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কাকদ্বীপ সাগর অঞ্চলে ভেসেল পরিষেবা গণপরিবহণের গুরুত্বপূর্ণ অঙ্গ। পরিষেবা স্বাভাবিক রাখতে তাই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Dakshin 24 Pargana : হস্টেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট ১০ ছাত্রী, ওয়ারিংয়ের তার থেকে দুর্ঘটনা!
মধ্য প্রদেশের (Madhya Pradesh) জব্বলপুর থেকে আসা এক পূণ্যার্থী বলেন, “গঙ্গাসাগর মেলার সময় কী হবে? তখন তো দেশ বিদেশের লোক এখানে আসবে। খুব সমস্যার মধ্যে পড়েছি। সকাল থেকে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি।” নিত্যযাত্রী তথা ডায়মণ্ডহারবার নিবাসী শাহনওয়াজ নামের এক ব্যক্তি বলেন, “দু’ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। মাটি কাটা চলছে বলে ভেসেল পরিষেবা বন্ধ। বাড়ি ফিরব কী করে জানি না। আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে।”

অন্যদিকে পরিবহণ দফতরের আধিকারিক অর্পণ দাস জানিয়েছেন, “রাজ্য পরিবহণ দফতরের তরফে আমার যাত্রীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদেরও কিছু দায়বন্ধতা রয়েছে। নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে। গঙ্গাসাগরের মেলার জন্য পুণ্যার্থীরা আসছেন। কিন্তু ড্রেজিং ও করতে হবে। আমাদের কিছু করার নেই।”পরিবহণ দফতরের ওই আধিকারিক জানিয়েছে যতদিন ড্রেজিং চলবে, ততদিন পরিষেবা স্বাভাবিক হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *