Sand Smuggling : প্রকাশ্য দিবালোকে গঙ্গাবক্ষ থেকে বালি তোলার অভিযোগ, উত্তরপাড়ায় ক্ষোভ – complaint against illegal sand cutting from river bed of ganges at uttarpara


West Bengal News প্রকাশ্য দিবালোকে মাঝ গঙ্গা থেকে বালি তোলার অভিযোগ উত্তরপাড়ায় (Uttarpara)। প্রকাশ্য দিবালোকে নৌকা করে চলছে বালি তোলার কাজ। গঙ্গা বক্ষ থেকে অবৈধ ভাবে বালি তোলায় নিষেধ থাকা সত্ত্বেও কী করে দিনের আলোয় গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। নিয়মিত একাধিক নৌকায় চলছিল বালি তোলা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুরসভা। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান পুর প্রধান দিলীপ যাদব।

Bankura News : বালি তোলার অধিকারের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ শ্রমিকরা, উত্তেজনা বাঁকুড়ায়
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া সখেরবাজার গঙ্গার ঘাটে আসা স্থানীয় বাসিন্দারা নৌকায় বালি তোলার বিষয়টি লক্ষ্য করেন। প্রকাশ্য দিবালোকে এভাবে বালি তোলার কাজ চলতে থাকায় সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় উত্তরপাড়া পুরসভায় (Uttarpara Municipality)। স্থানীয় BJP নেতৃত্ব অবশ্য শাসক দলের দিকেই আঙুল তুলেছে। তাঁদের মতে, শাসক দলের অঙ্গুলি হেলনেই এই কাজ চলছে। BJP শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, উত্তরপাড়া গঙ্গার বুক থেকে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে নৌকা করে। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন, বালি তোলা যাবে না আর অন্যদিকে শাসকদলের মদতেই চলছে বেআইনিভাবে বালি তোলার কাজ। তার মানে কথা আর কাজে মিল নেই।

Asansol Road Accident: সাহায্যের প্রতিশ্রুতি অধরা! বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ সন্তানহারা ২ পরিবারের
স্থানীয় বাসিন্দা অসিত ঘোষ বলেন, মোট নয়টি নৌকা করে বালি তোলা হচ্ছে। এটা বৈধ কিনা, কার অনুমতিতে তোলা হচ্ছে কেউ জানে না। গঙ্গা থেকে বালি তোলা তো অবৈধ বলে জানি। আরেক বাসিন্দা তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, সকাল থেকে এলাকায় একটা একটা করে প্রায় ৯ খানা নৌকায় চলছে বালি তোলা। বালি তোলা নিষিদ্ধ হলেও একসঙ্গে এতগুলো নৌকায় বালি তোলায় এলাকার সকলের বিষয়টি সন্দেহ হয়। আমরা বিষয়টি স্থানীয় পুরসভায় জানাই। প্রশাসনের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব যেন বন্ধ করা হয়। প্রসঙ্গত, উত্তরপাড়া শ্রীরামপুর এলাকায় কিছুদিন আগেই গঙ্গা ভাঙনের কবলে পরে দুটি শ্মশান। গঙ্গা তীরবর্তী একটি আবাসনেও ধ্বস নামে শ্রীরামপুরে (Serampore)।

Uttar 24 Pargana : বালি বোঝাই লরির চাকা বসে গেল রাস্তায়, ব্যাপক যানজট বাগদা রাজ্য সড়কে
তবে বিষয়টি নিয়ে উত্তরপাড়া (Uttarpara Municipality) পুর প্রধান দিলীপ যাদব বলেন, “কোনটা বৈধ, কোনটা অবৈধ সেটা দেখা প্রশাসনের কাজ। তাই বিষয়টি আমি জানার পর মহকুমা শাসককে জনিয়েছি। কোনও ঘটনা আমার নজরে এলে সেটা সংশ্লিষ্ট জায়গায় জানানো আমার কাজ। আর আমার এক্তিয়ারে থাকলে সেটার ব্যবস্থা নেব। এক্ষেত্রে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *