Sara Ali Khan: সেদিন মুখ লোকালেন, আজ বিন্দাস মুডে সারা – bollywood actress sara ali khan makes poses infront of photographer near saif ali khan house at mumbai


Embed

কয়েকদিন আগে পিলাটিস ক্লাস থেকে বেরোনোর সময়ে গাড়িতে মুখ লুকিয়ে বসেছিলেন সারা আলি খান (Sara Ali Khan) আর সেই নিয়ে নানা জল্পনা চলেছে। মনে করা হচ্ছিলো কোনও কারণে নায়িকার মন খারাপ। কিন্তু সব চিন্তার মেঘ সরিয়ে মঙ্গলবার সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুরের (Kareena Kapoor) বাড়ি থেকে বেরোতে দেখা গেল সারাকে। এদিন সারাকে ফের একবার পাওয়া গেল আগের ফুরফুরে মুডে। পাউডার পিংক চিকনকারির কাজ করা সালওয়ার কামিজ এবং জিরো মেকআপে তিনি যেন ঠিক পাশের বাড়ির মেয়েটি। দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *