Sealdah Train Accident: দুর্ঘটনার ২ ঘণ্টা পর ধীরে ধীরে শুরু পরিষেবা, শিয়ালদায় কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল? – sealdah train service resumed after two local train collision incident


Sealdah Local Train Accident শিয়ালদহ দুই লোকাল ট্রেনের ধাক্কার ঘটনায় বিপর্যস্ত ট্রেন চলাচল। দুপুর সোওয়া বারোটা নাগাদ ঘটা দুর্ঘটনার প্রভাবে এখনও শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন পরিষেবা (Local Train Time Table) অনিয়মিত। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা। বাতিল একাধিক লোকাল ট্রেন (Cancel Local Train)।

এদিন দুপুর সোওয়া বারোটা নাগাদ শিয়ালদা কারশেডের (Sealdah Train Accident) কাছাকাছি বড়সড় দুর্ঘটনা ঘটে। কারশেডগামী লোকাল ট্রেনের (Local Train) সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে যাত্রীবাহী রাণাঘাট লোকালের (Ranaghat Local)। রেল সূত্রে খবর, শিয়ালদহ ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। ওই সময়ই আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাণাঘাট লোকাল (Ranaghat Local)। দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।

Sealdah Train Accident: শিয়ালদায় দুই লোকাল ট্রেনের ধাক্কা, স্তব্ধ পরিষেবা

রেল সূত্রে খবর, যাত্রীরা সবাই সুরক্ষিত থাকলেও ক্ষতিগ্রস্থ দুই ট্রেন। এই দুর্ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে সমস্ত ট্রেন। বুধবার দুপুর থেকেই প্রায় স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। আটকে পড়ে একাধিক আপ ও ডাউন ট্রেন। রেলের জন সংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

দুর্ঘটনার পর তড়িঘড়ি রেলের তরফে দুর্ঘটনাগ্রস্থ ট্রেন দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যাতে পিছনে আটকে থাকা ট্রেনগুলি যেতে পারে। কিন্তু দুই লোকালের ধাক্কায় তুবড়ে গিয়েছে একটি ট্রেনের চালকের কেবিন। অন্য ট্রেনটি লাইনচ্যুত।আপ রাণাঘাট লোকালকে সরানো হলেও, ধাক্কায় কারশেড গামী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সেটি লাইনে ফিরিয়ে নিয়ে বেগ পেতে হয় রেলকর্মীদের। ধাক্কার তীব্রতায় কারশেডগামী ট্রেনের একটি চাকা ট্র্যাক ছেড়ে প্রায় তিন ফুট বাইরে চলে যায়। এর জেরে দুর্ঘটনার প্রায় ঘণ্টা দুয়েক পরেও পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি।

Sealdah Bangaon Train : বনগাঁ-শিয়ালদা ডাউন লাইনের ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের, তদন্তে রেল পুলিশ

জানা গিয়েছে, এক একটি ট্রেন প্রায় ২০ থেকে দেড় ঘণ্টারও বেশি সময় লেটে চলছে। এছাড়া বহু ট্রেন বাতিলে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। বিকেল গড়িয়ে অফিস ফেরত যাত্রীরাও দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ” দুর্ঘটনার পরে দুপুর ২টো ১০ মিনিট থেকে শিয়ালদহ থেকে সমস্ত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। শিয়ালদহে ১, ২, ৩ এবং ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন ঢোকা-বেরোনোয় কোনও সমস্যা এখন নেই।” তবে দুর্ঘটনা ঘটেছিল শিয়ালদার ৬ নম্বর ও আট নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে।

Bangladesh Trending News : সত্যিকারের রাজ-সিমরণ! বাঙালি এই ‘লাভ বার্ডস’-এর প্রেমের কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

একইসঙ্গে কী ভাবে ঘটল এমন দুর্ঘটনা তা জানতে বসছে কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন তাঁরা। পূর্ব রেলওয়ে (Eastern Railway) আধিকারিক একলব্য চক্রবর্তী (Ekalabya Chakraborty) বলেন, ”কী ভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিগন্যালিংয়ের ভুলেও এই দুর্ঘটনা ঘটতে পারে অথবা এটা মানুষের ভুলও (Human Error) হতে পারে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *