Coal Scam Case: কয়লা পাচার মামলায় অনুপ মাঝির ডায়েরিতে গুরুত্বপূর্ণ সূত্র, দিল্লিতে হাজিরা তৃণমূল নেতার – enforcement directorate got important information from anup majhi diary on coal scam case tmc leader sujoy banerjee reached delhi


Coal Smuggle Case কয়লা পাচার মামলায় অনুপ মাঝি (Anup Majhi) অর্থাৎ লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে থেকে পাচার নিয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। একইসঙ্গে মিলেছে এই চক্রে যুক্ত একাধিক জনের নাম। সেই সূত্রে ধরেই ডাকা হতে চলেছে বেশ কয়েকজনকে।

অন্যদিকে, ইডির (Enforcement Directorate) নোটিশ পেয়েই এদিন দিল্লিতে সদর দফতরে হাজিরা দেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের (Sujoy Banerjee) । তাঁকে কয়লা পাচার মামলায় জেরার জন্য ডেকে পাঠায় ইডি। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটরের স্ক্যানারে।

Humayun Kabir : গোরুপাচার মামলায় এবার TMC বিধায়ক হুমায়ুন কবীরকে তলব ED-র : সূত্র

ইডি সূত্রে খবর, কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে একাধিকবার উঠে আসে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই কারণেই তাঁর ভূমিকা খতিয়ে দেখতে দিল্লিতে ইডি সদর দফতরে এদিন তলব করা হয় তাঁকে। একইসঙ্গে তদন্তের আধিকারিকরা জানিয়েছেন, লালার ডায়েরি থেকে কয়লা পাচারের টাকা (Coal Smuggling Money) কোথায় কোথায় যেত টাকা সেই সংক্রান্ত তথ্য মিলেছে। সেখানে কার কার কাছে যেত কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি, সেই সূত্রও মিলেছে। সেই ডায়েরি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখও আছে বলে দাবি। এদিন ইডি তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

সূত্রের খবর, ইডির তরফে সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে কয়লা পাচার চক্রের (Coal Smuggling Case) কারও সঙ্গে তাঁর কোনও যোগাযোগ কখনও হয়েছিল কিনা। কিংবা কোনওরকম আর্থিক লেনদেনে তিনি জড়িয়েছিলেন কিনা। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে কয়লা পাচার রুখতে তিনি কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা তাও জানতে চাওয়া হবে।

Abhishek Banerjee : কয়লা মাফিয়ার সঙ্গে এক ফ্রেমে কেন্দ্রীয় মন্ত্রী! বিস্ফোরক টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কয়লা পাচার কাণ্ডে তৃণমূল পুরুলিয়া তৃণমূল নেতাকে সুজয়কে তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ”এমন বলছেন যেন রাষ্ট্রপতির নাম বলছেন, সুজয়। চোর চামারগুলো সব পার্টি করছে। চুরি করেছে বলে তাকে জানছে আজ লোকে। এরকম ডজন ডজন লোক ডাক পাবে। পুরো পার্টিতে দুর্নীতিতে ভরে গেছে দুষ্কৃতীকারীদের পার্টি ডাকা হবে। নিচে অবধি আরও অনেক লোক আসবে, অপেক্ষা করুন।”

Coal Smuggling : ‘কয়লা চুরি রুখতে রাজ্যকে সহযোগিতা করতে হবে’, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

এর আগে কয়লাপাচারকাণ্ডে রাজ্যের আট IPS অফিসারকেও তলব করে ED। এছাড়া কয়লাপাচার কাণ্ডে (Coal Scam Case) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) এবং অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীরকেও (Menoka Gambhir) একাধিকবার তলব করেছে ইডি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *