সোশাল মিডিয়ায় ট্রোলের বন্যা বইছিল। দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) রাজ্য যুব তৃণমূলের কার্যকরী কমিটি থেকে বাদ দেওয়া নিয়ে যখন তোলপাড় পড়ে গিয়েছিল সেই সময় এই নিয়ে মুখ খুলেছিলেন তিনিই। জানিয়েছিলেন, দল তাঁকে যে দায়িত্ব দিতে চাইছে তা পাথেয় করেই এগিয়ে যেতে চান তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়। কোন পদ পেলেন তিনি? জানুন
হাইলাইটস
- দেবাংশু ভট্টাচার্যকে যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
- তাঁর মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য।
- রাজ্য শাসক দলের পক্ষ থেকে তাঁকে তৃণমূলের পশ্চিমবঙ্গের সোশাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, যুব তৃণমূলের রদবদলের পর রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন দেবাংশু। যদিও এই নেতা সাফ জানিয়েছিলেন যুবর কমিটি থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে দল ছাড়ার কোনও সম্পর্ক তিনি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এবং তাঁর আদর্শ সামনে রেকেই তিনি দল করেন। তাঁকে যে দায়িত্ব দলীয় তরফে দেওয়া হবে তিনি পালন করবেন। এরপরেই তাঁকে মিডিয়া সেলের ইনচার্জ করা হয়। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, জেলা, ব্লক, অঞ্চল, বুথ স্তরে আইটি সেল গড়ে তোলা হবে।
সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় দেবাংশু। পাশাপাশি তাঁর রাজনৈতিক উত্থানের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সোশাল মিডিয়ায়। অন্যদিকে, দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। সোশাল মিডিয়া প্রচারের নিরিখে গেরুয়া শিবিরের শক্ত জায়গা। সেই জায়গায় এই দায়িত্ব দেবাংশু ভট্টাচার্যকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বৃহস্পতিবার দেবাংশু ভট্টাচার্য ফেসবুক লাইভে এসে বলেন, “২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় খেলা হবে। আরও বড় খেলা হবে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের প্রশংসাও করতে শোনা যায় দেবাংশু ভট্টাচার্যকে। তিনি বলেন, “যুব তৃণমূল কংগ্রেস করার সময় তাঁর থেকে অনেক সাহায্য পেয়েছি।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
