Dhulokona TV Serial: শেষ পর্বের শ্যুটিং হয়ে গেল ধূলোকণার! – dhulokona serial is about to end the day shoot happens on 30th november


বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ধূলোকণা (Dhulokona)। মাঝে কিছু সপ্তাহ টিআরপি রেটিংয়ে (TRP Rating) গোঁত্তা খেয়ে পড়লেও, গত তিন সপ্তাহে টিআরপির দৌড়েও একেবারে আরবি ঘোড়ার মতো ছুটেছে এই সিরিয়াল। কিন্তু হঠাৎ করেই অভিনেতাদের কাছে ফোন আসে, শেষ হয়ে যাবে সিরিয়াল। ৩০ নভেম্বরই (30th November) হয়ে গেল শেষ পর্বের শ্যুটিং। কিন্তু শেষ পর্বে কি মধুর মিলন হবে লালন ফুলঝুরির? নাকি তিতিরের সঙ্গেই সংসার পাতবে লালন? গল্পের ধারা কোন ফাইনাল মোড় নেবে? দেখুন ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *