Hooghly News: ধনিয়াখালির ইংলিশ মিডিয়াম স্কুলে যৌন নিগ্রহের শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত – hooghly minor girl physically assaulted in school accused arrested


Dhaniakhali PS: স্কুলের ভিতরই দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায় (Hooghly District)। জানা গিয়েছে, ধনিয়াখালি (Dhaniakhali) একটি ইংরেজি মাধ্যম স্কুলে (English Medium School) এক দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে স্কুলের এক অশিক্ষক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

Hooghy News : দেহ ব্যবসা চালানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! প্রতিবাদ করায় প্রহৃত TMC কর্মী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির ওই ইংরেজি মাধ্যম স্কুলের নিগৃহীত ছাত্রী নিয়মিত স্কুলে যায়। কিন্তু বুধবার স্কুলে যেতে না চাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। নাবালিকাকে জিজ্ঞেস করার পর গোটা ঘটনার কথা জানতে পারে তাঁর পরিবার। ঘটনার বিবরণ শুনে তৎক্ষণাত স্কুলে গিয়ে অভিযুক্ত সুকুমার ন্যান্সি নামের ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

Hooghly News : নির্মীয়মাণ বাড়ির সানশেড ভেঙে পড়ে কিশোরের মৃত্যু, চাঞ্চল্য চুঁচুড়ায়
নিগ্রহের শিকার হওয়া আটবছরের নাবালিকার পরিবার জানতে পারে অভিযুক্ত কর্মচারীর স্কুলে যথেষ্ট প্রভাব রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আগেও এই অভিযোগ উঠেছে। পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় পরিবার। নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফে ধনিয়াখালি থানায় অভিযুক্ত সুকুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে POCSO আইনে মামলা রুজু করে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।

Toton Biswas Chinsurah: হুগলির ত্রাস টোটন বিশ্বাসের ফার্ম হাউসে তল্লাশি, হন্যে হয়ে বোমা খুঁজল পুলিশ
নিগৃহীতা ছাত্রী তাঁর দিদার সঙ্গে থাকত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে ছাত্রীর দিদা বলেন, “স্কুলে যাব না, আমার নাতনি কোনওদিনও এই কথা বলে না। কিন্তু বুধবার তাঁর থেকে এই কথা শুনে আমার সন্দেহ হয়। তাঁর কাছে জানতে চাই যে ঠিক কী হয়েছে? সে জানায় তাঁর বুকে ব্যথা করছে। স্কুলের এক আঙ্কেল তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেই কারণে ভয় পেয়ে সে আর স্কুলে যেতে চাইছিল না। আমার থানায় অভিযোগ জানিয়েছি। ওইটুকু বাচ্চা মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়েছে। অভিযুক্তের শাস্তি চাই। এমন শাস্তি দেওয়া হোক যাতে কেউ আর এই ধরনের ঘটনা না ঘটানোর সুযোগ পায়।”

নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা সামনে আসার পর অভিযুক্ত সুকমার ন্যান্সিকে গ্রেফতারির পর যখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বিশেষ কোনও উত্তর দিতে চাননি। পুলিশের গাড়িতে ওঠার সময় সুকুমার শুধু বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। কেন ফাঁসানো হল জানি না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *