Nandan Mela Santiniketan : ডিসেম্বর পড়তেই শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী নন্দন মেলা – ​nandan mela starts in santiniketan


প্রত্যেক বছরের মতো এবারও নির্দিষ্ট সময় এই মেলা শুরু হল। ১৯৭৩ সাল থেকে এই মেলা চালু হয়েছিল। এবারও তার অন্যথা হল না। মাঝে চার বছর বন্ধ ছিল এই মেলা। একবার বন্যার জন্য, একবার নকশাল আন্দোলনের কারণে। আর গত দু’বছর করোনা পরিস্থিতির জেরে এই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলাভবনে পড়ুয়াদের সারা বছর ধরে হাতের তৈরি করা শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় এই মেলায়। ছাত্র-ছাত্রীদের পেন্টিং, গ্রাফিক্স ডিজাইন, মাটির গহনা, ডোকরা, সেরামিক্স, মাটির বাসন, বিভিন্ন ইনস্টলেশন থাকে। কলাভবনের বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তনী সকলে মিলেই এই মেলার আয়োজন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *