শ্বাসনালীতে আটকে গিয়েছিল মাংসের হাড়! মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরেছিলেন মা। মেয়েকে কী ভাবে বাঁচাবেন তা ভেবেই পাচ্ছিলেন না মা। এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College And Hospital) নিয়ে যান মা। আর সেখানেই প্রাণ বাঁচে শিশুর। সেখানেই ওই শিশুর শ্বাসনালী থেকে মাংসের হাড়ের টুকরো বের করেন চিকিৎসকরা।

হাইলাইটস
- শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল মাংসের হাড়
- বিভিন্ন হাসপাতালেও ওই শিশুর কোনও চিকিৎসা হয়নি
- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই শিশুর চিকিৎসা করা হয়েছে
ঠিক কী হয়েছিল?
বুধবার সকালে মাংস খাচ্ছিল দুই বছরের শিশু কন্যা। সেই সময় কোনও ভাবে মাংসের একটি হাড় তার শ্বাসনালীতে চলে যায়। এরপর শ্বাসনালীতে সেই হাড় আটকে যায়। এরপর থেকেই কাঁদতে শুরু করেছিল সেই শিশু। তড়িঘড়ি পরিবারের সদস্যরা প্রথমে তাকে চামুর্চিতে সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে বানারহাটের হাসপাতালের স্থানান্তরিত করে। কিন্তু, সেখানেও চিকিৎসকরা ওই শিশুর কোনও চিকিৎসা করতে না পেরে বীরপাড়ায় পাঠায়। ফের সেখান থেকে শিশুকে পাঠানো হয়েছিল মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এদিকে মালবাজারে মেশিন খারাপ থাকায় ওই শিশুর শ্বাসনালী থেকে হাড়টি বের করা যায়নি। শেষ পর্যন্ত রাতে ওই শিশুকে পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। তারপর রাতেই তার জরুরি অস্ত্রোপচার করা হয়। শিশুর শ্বাসনালী থেকে বের করা হয় হাড়টি। শ্বাসনালী থেকে হাড় বের করে দেওয়ার পর ওই শিশু এখন পুরোপুরি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College And Hospital) সুপার স্পেশ্যালিটি ব্লকের পথ চলা শুরু হল। আগেই চালু হয়েছিল ওপিডি। আর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের সম্পূর্ণ পরিষেবা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর (Health Department)। মঙ্গলবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিকারিককে নিয়ে এই বিষয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র (Siliguri Municipal Corporation) গৌতম দেব (Goutam Deb)। ৩ ডিসেম্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
