North Bengal Medical College : খোলনলচে বদলাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যালের, শীঘ্রই মিলবে সুপার স্পেশ্যালিটির পরিষেবা – super speciality services will be available soon in north bengal medical college and hospital


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College And Hospital) সুপার স্পেশ্যালিটি ব্লকের পথ চলা শুরু হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের সম্পূর্ণ পরিষেবা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর (Health Department)। সম্প্রতি এ প্রসঙ্গে হাসপাতালের স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিলিগুড়ির মেয়র (Siliguri Municipal Corporation) গৌতম দেব।

 

north bengal medical.

হাইলাইটস

  • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের পথ চলা শুরু
  • হাসপাতালের স্বাস্থ্য অধিকারিককে নিয়ে এই বিষয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
  • সুপার স্পেশ্যালিটি ব্লকের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
West Bengal News : অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College And Hospital) সুপার স্পেশ্যালিটি ব্লকের পথ চলা শুরু হল। আগেই চালু হয়েছিল ওপিডি। আর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের সম্পূর্ণ পরিষেবা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর (Health Department)। মঙ্গলবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিকারিককে নিয়ে এই বিষয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র (Siliguri Municipal Corporation) গৌতম দেব (Goutam Deb)। কয়েকদিন আগে সুপার স্পেশ্যালিটি ব্লকের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। Siliguri News : খাবারের মান জানতে মা ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সারলেন গৌতম দেব
কী বলছেন গৌতম দেব?
বৈঠকের পরে গৌতম দেব বলেন, “সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা চালু করতে আগামী ৩ ডিসেম্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকে জেলাশাসক এ পুণ্ণবালাম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত থাকবেন।” উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকাতেই সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভার্চুয়ালি উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে পুরোপুরি ভাবে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা যাতে সাধারণ মানুষ পান সেই বিষয়েই গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যদফতর। Udayan Guha : শাসকদলের কোন্দল? ফের কোচবিহার বইমেলার স্থান পরিবর্তন
উপকৃত হবেন উত্তরবঙ্গের মানুষ
ওএসডি উত্তরবঙ্গ সুশান্ত রায় জানান, কিছু কাজ এখনও বাকি থাকায় সম্পূর্ণরূপে সুপার স্পেশালিটি ব্লকটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, ১৯৬৮ সালে স্থাপিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এদিন তার ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। এই হাসপাতালের ২৪টি শয্যাবিশিষ্ট হাইব্রিড সিসিইউ ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ওপিডি বিভাগের উদ্বোধন করা হয়েছে। ওএসডি উত্তরবঙ্গ সুশান্ত রায় আরও জানান, এই সুপার স্পেশ্যালিটি ব্লকে চারটি ওপিডি দিয়ে চালু থাকবে। পাশাপাশি সুপার স্পেশ্যালিটি ব্লকের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাইব্রিড সিসি ইউনিটও চালু করা হয়েছে। আর এতে উত্তরবঙ্গের মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচেষ্টায় এক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা ও আন্ত্রিক ডিসিস (NICED) খুলতে চলেছে শিলিগুড়িতে (Siliguri)। উত্তরবঙ্গে এটাই হবে প্রথম নাইসেড (National Institute of Cholera and Enteric Diseases)। ২০১১ সালে ক্ষমতায় আসার পরই কেন্দ্রের কাছে উত্তরবঙ্গে নাইসেড (NICED) তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *