প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড (Primary TET Admit Card) বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এ দিন রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দু’টি ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। চলতি বছরের টেট হতে চলেছে 11 ডিসেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 90 হাজার।
হাইলাইটস
- প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে।
- প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এ দিন রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
- চলতি বছরের টেট হতে চলেছে 11 ডিসেম্বর।
চলতি বছরের টেট হতে চলেছে ১১ ডিসেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট-২০২২ (টেস্ট) ফর ক্লাসেস ওয়ান-ফাইভ’ ক্লিক করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্টে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিন দেখা যাবে ও প্রার্থীরা অ্যাডমিট কার্ডের প্রিন্ট পাবেন। পর্ষদ আসন্ন টেট পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত গুচ্ছ ব্যবস্থা নিয়েছে। জেলা ও রাজ্যভিত্তিক হেল্পলাইন নম্বরও চালু করা হবে পরীক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ