Purba Medinipur : পাঁশকুড়ায় থানার সামনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের – panskura police station area of purba medinipur set fire one civil volunteer lost life


West Bengal News: পাঁশকুড়া থানা (Panskura Police Station) চত্বরে বড়সড় বিস্ফোরণ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিস্ফোরণ থেকে থানায় ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকু়ড়া থানার সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এলাকার বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত বাজি ও বাজি তৈরি মশলা পাঁশকুড়া থানার সামনে মজুত করে রাখা হয়েছিল। মজুত করে রাখা বাজিতে হঠাৎ করে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দ্রততার সঙ্গে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

Fire In New Town: নিউটাউনের বলাকা আবাসনে ভয়াবহ আগুন, ফ্ল্যাটের মধ্যে তীব্র বিস্ফোরণ

আগুন নেভাতে গিয়ে থানায় কর্মরত গোকুল মান্না নামের এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) আহত হয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থা তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসাপাতালে (Panskura Sueper Speciality Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের একাংশের দাবি, অরক্ষিতভাবে থানার বাইরে কালীপুজোর সময় বাজেয়াপ্ত বাজি মজুত করে রাখা হয়েছিল। তমলুক থেকে দমকলের (West Bengal Fire Services) বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

Fire At Howrah Today : বেলুড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল
পুশিল সূত্রে খবর, থানা এলাকার সাধুয়াপোঁতা গ্রামে কালীপুজোর আগে বাজি তৈরি করতে গিয়ে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরই নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির জন্য প্রয়োজনীয় বারুদ উদ্ধাতে তৎপর হয় পুলিশ। কালীপুজোর আগে বাজেয়াপ্ত করা বাজি থানার সামনে মজুত করে রেখে দেওয়া হয়েছিল। সেখানে আগুন লেগে যায়। বিস্ফোরণে পর প্রাণভয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যান থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। অগ্নিকাণ্ডের ফলে থানার সামনে থাকা একটি বাইকেও আগুন লেগে গিয়েছে বলে খবর।

Girish Mancha Fire : দর্শকাসনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গিরিশ মঞ্চে নাটকের শো চলাকালীন আগুন ঘিরে তীব্র আতঙ্ক
রাজ্যের একের পর এক এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। তার মাঝে মজুত করা বাজি থেকে বিস্ফোরণে ঝরে গেল একটি প্রাণ। এই ঘটনায় পুলিশি গাফিলতির দিকে আঙুল তুলছেন প্রাক্তন পুলিশকর্তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যদি বাজি ওখানে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়ে থাকে, তবে এতদিনে তা নিষ্ক্রিয়া করে দেওয়ার কথা। কেন মজুত করা বাজি নিষ্ক্রিক করা হয়, সেই নিয়ে থানার অফিসার ইনচার্জের দিকে আঙুল তুলেছেন তারা। যদিও জেলার পুলিশ সুপার অমরনাথ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *