Sonu Nigam: গোবরডাঙায় মঞ্চ মাতালেন সনু নিগম – bollywood singer sonu nigam performs in the gobardanga hindu college


বুধবার রাতে গোবরডাঙ্গা হিন্দু কলেজের (Gobardanga Hindu College) মাঠে ছিল সনু নিগমের (Sonu Nigam) অনুষ্ঠান। জনপ্রিয় সংগীত শিল্পীর অনুষ্ঠান সামনে থেকে দেখতে কলেজের মাঠে ভিড় জমান কলেজ পড়ুয়ারা সহ এলাকার সাধারণ মানুষও। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। অন্যদিকে বাইরে থেকেও অনেকেই ভিড় জমিয়েছিলেন সেখানে। বুধবার ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় গোবরডাঙা স্টেশনে (Gobardanga Station) ভিড় ছিল চোখে পড়ার মতন। তবে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন সনু নিগম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *