শুভেন্দু অধিকারীকে আলিপুর কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে নিয়ে একটি টুইট করেছিলেন তিনি। সেই টুইটের পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতার নামে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। জেনে নিন অভিষেকের ছেলেকে নিয়ে ঠিক কী বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা …
হাইলাইটস
- শুভেন্দু অধিকারীকে আলিপুর কোর্টে হাজিরার নির্দেশ।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।
- আগামী ১৯ ডিসেম্বর এই মর্মে রাজ্যের বিরোধী দলনেতাকে আলিপুর আদালতে হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই বিষয়টিকেই উল্লেখ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Tweet) একটি টুইট করেছিলেন। যেখানে তিনি অভিষেকের শিশুপুত্রকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যও করেছিলেন।পাশাপাশি উল্লেখ করেন, ওই জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে ৫০০ পুলিশকর্মী মোতায়েন করার বিষয়টিও। বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর আনা হয়েছে বলেও মন্তব্য ছিল নন্দীগ্রামে বিধায়কের (Nandigram BJP MLA)। এর পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। শুভেন্দুকে শোকজ করেছিল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন (Child Rights Protection Commission)।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Mamata Banerjee Suvendu Adhikari Meeting) সাক্ষাৎ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর এই আহ্বান কোনওভাবেই দুর্বলতা হিসেবে দেখবেন না তিনি। বরং এই ধরনের ফ্লোর কোঅর্ডেনেশনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। কিন্তু, এরপরেই একাধিক বিষয়ে তিনি রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় ছিল তৃণমূলও। কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলগুলিও।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ