জনপ্রিয় ওটিটি চ্যানেলে মুক্তি পেয়েছে কালা ওয়েব সিরিজ (Qala Web Series)। সেখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলার ঘরের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সাম্প্রতিক সময়ে বাংলার যে সব অভিনেতা অভিনেত্রী বলিউডে গিয়ে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন ট্যালেন্টের জোরে স্বস্তিকা সেই সারির একদম প্রথমে থাকবেন। যথার্থ অর্থেই তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার (Pan India Star)। রেড কার্পেট অ্যাপিয়ারেন্সের পর স্বস্তিকা মুখোমুখি এই সময় ডিজিটালের (Ei Samay Digital)।