কাশ্মীর তথা ভারতের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েই তৈরি হয়েছে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। ৯০-এর দশকের গোড়ার দিকে অশান্ত কাশ্মীর (Kashmir) এর প্রেক্ষাপট নিয়েই তৈরী এই সিনেমা। গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে (International Film Festival of India) দ্য কাশ্মীর ফাইলস দেখানোর জন্য ক্লোজিং সেরিমনিতে বোমা ফাটালেন আন্তর্জাতিক জুরির প্রধান ইজরায়েলের পরিচালক নাদাভ লাপিদ (Nadav Lapid)। তিনি জানালেন দ্য কাশ্মীর ফাইলস-এর মতো একটি ছবি দেখে জুরি মেম্বাররা ডিস্টার্বড এবং শকড। তাঁর মতে এটা নাকি সম্পূর্ণভাবে একটি প্রোপাগান্ডিস্ট ছবি যা এমন একটি চলচ্চিত্র উৎসবে দেখানোর অযোগ্য।