West Bengal DA Update : অর্থ দফতরে তৎপরতা, নতুন বছরে কি কিছু DA মেটাবে রাজ্য? – west bengal government may pay few amount of da in next year


DA নিয়ে দীর্ঘদিনধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছিলেন, DA নিয়ে সরকারি কর্মচারিদের দাবির বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে রাজ্য। DA দেওয়া হবে না একথা কখনও রাজ্য সরকারের তরফে বলা হয়নি। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর? সূত্রের খবর, ২০২৩-এ যাতে কিছুটা DA মেটানো যায় সেজন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য অর্থ দফতর।

DA News: DA নিয়ে আদালত অবমাননা মামলা, হাইকোর্টে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি
ঠিক কী জানা যাচ্ছে?
সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীরা ২০২৩ সালের জানুয়ারি মাসে কিছু DA পেতে পারেন। এই বছর এখনও পর্যন্ত DA-র কোনও কিস্তির কথা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়নি। ২০২১ সালে অর্থাৎ গত বছর ১ জানুয়ারি তিন শতাংশ DA দেয় রাজ্য। এই বারেও একইভাবে জানুয়ারি মাসে DA দিতে পারে রাজ্য, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তা কত শতাংশ এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রের মতো বছরে দু’বার DA দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কিন্তু, জানুয়ারি মাসে DA দিলে এখনকার নিয়মে রাজ্য মহার্ঘ ভাতা মেটাতে আগ্রহী, এই বার্তা দেওয়া সম্ভব হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

DA West Bengal Latest Update: ‘আমরা DA দেব…’, রাজ্য সরকারি কর্মীদের আশ্বাস মন্ত্রীর
যদিও ইতিমধ্যেই DA মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে চলেছে। ফলে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের অবস্থান ঠিক কী হতে চলেছে, তা এখন দেখার। তবে তার আগে আগের মতোই নিজস্ব পদ্ধতিতে DA দিতে পারে রাজ্য, জানা যাচ্ছে এমনটাই।

DA News : হল না শুনানি, ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলা
উল্লেখ্য, গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাজ্যকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। যদিও পরে এই বিষয়ে পুর্নবিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানায় রাজ্য। কিন্তু, রাজ্যের সেই আবেদনও খারিজ হয়ে যায়। পরে DA নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক অবরোধ’ করার অভিযোগ এনেছে রাজ্য সরকার। বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, এই দাবিতে সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রীও। অন্যদিকে, DA নিয়ে পালটা রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *