West Bengal News: প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিয়ের দিনই বাড়িতে পৌঁছলেন তরুণী – murshidabad youth allegedly cheat on his girlfriend woman sat on dharna


West Bengal News প্রেমিকের বিয়ের দিনই বাড়ির সামনেই ধরনায় প্রেমিকা। আবারও প্রেমের দাবিতে ধরনার ঘটনা। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের (Murshidabad News) রানিনগর এলাকায়। জানা গিয়েছে, রানিনগর থানার বিলচাতরা এলাকায় স্ত্রীর অধিকারের দাবিতে প্রেমিকের (Love Story) বিয়ের দিন তার বাড়ির সামনে ধরনায় সামিল এক তরুণী। এই ঘটনা নজরে আসতেই ভিড় জমান স্থানীয়রা। খবর যায় পুলিশেও। রানিনগর থানার পুলিশ সেখানে পৌঁছে যুবতীকে ধরনা থেকে সরিয়ে দেয়। একইসঙ্গে ওই তরুণীর সঙ্গে কথা বলে তাঁকে আইন মেনে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

Marriage Story:’ফিরিয়ে দাও আমার বউ’, দাবি নিয়ে শ্বশুরবাড়ির দুয়ারে ধরনায় স্বামী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের রানীতলা থানার বেনীপুর এলাকার বাসিন্দা ওই যুবতী। সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় রানিনগর থানার বিলচাতরা এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে। আলাপ গড়ায় ঘনিষ্ঠতায়। তরুণীর অভিযোগ, প্রেম পর্ব বেশ কিছুদিন চলার পর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি (Marriage Problem ) দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায় সিরাজুল। একাধিকবার সহবাসও করার পরও বিয়ের কথা বললেই এড়িয়ে যেত সিরাজুল, বলে অভিযোগ তরুণীর।

Marriage Story: বাসর রাতে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের তুমুল লড়াই, বিয়ে অস্বীকার কনের

জানা গিয়েছে, তরুণী বিবাহবিচ্ছিন্না। পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। এক সন্তানও রয়েছে তরুণীর। তবে তিন মাস আগেই তাকে তালাক দিয়েছে স্বামী । এরপরই বিলচাতরা এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর দাবি তিনি যে বিবাহবিচ্ছিন্না এবং তাঁর যে এক সন্তান আছে সবই জানত ওই যুবক। অভিযোগ, তরুণী খবর পান সিরাজুলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। সেই খবর পেয়েই তিনি তড়িঘড়ি সিরাজুলের বাড়িতে যান। এসে দেখেন, ওইদিনই বিয়ে হচ্ছে প্রেমিকের। সেই বিয়ের কথা শুনেই তরুণী প্রেমিক সিরাজুল ইসলামের বাড়ির সামনেই ধরনা দেন। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিরাজুল ইসলাম তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন। কিন্তু এখন বিয়ে করতে অস্বীকার করছে। পুলিশ এসে ধরনা তুলে দেওয়ায় তিনি আইনি পথে নিজের অধিকার আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।

West Bengal News: ফোনে গল্প করত স্ত্রী! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এমনই অভিযোগ বুধবার ওঠে বাঁকুড়ার কোতুলপুর থেকেও। নিয়মিত শারীরিক সম্পর্কের (Husband Wife Relation) অভিযোগ। শেষ পর্যন্ত চাপে পড়ে বিয়ে করলেও এক সন্তানের মা, বিবাহিতা স্ত্রীকে অস্বীকারের অভিযোগ বাঁকুড়ার যুবকের বিরুদ্ধে। শ্বশুরবাড়িতে নিজের দাবি আদায়ে পৌঁছলে বিবাহিতাকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। শেষমেষ থানার দ্বারস্থ নির্যাতিতা স্ত্রী। গ্রাম পঞ্চায়েতেও দরজায় কড়া নেড়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *