Aindrila Sharma: টিভির পর্দায় ফিরে আসছেন ঐন্দ্রিলা আরও একবার – aindrila sharma acted serial jiyon kathi will be telecasted from monday on sun bangla at 5 30 pm know the deatils


সব লড়াই শেষে এই পৃথিবী থেকে ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) চিরবিদায় নিয়েছেন গত ২০ নভেম্বর। মৃত্যুর ১২ দিন পরেও তাঁর পরিবার পরিজন অগুনতি ভক্তরা তো বটেই, সেই সঙ্গে তাঁর কর্ম জগতও একেবারেই নারাজ এই দিলখুশ লড়াকু মেয়েটাকে ফাইনাল গুডবাই (Final Goodbye) জানাতে। ছোট পর্দায় যে সব চরিত্র বা ধারাবাহিক ঐন্দ্রিলাকে সবার ঘরের মেয়ে করে তুলেছিল, তাঁকে দিয়েছিল আকাশ ছোঁয়া খ্যাতি তার মধ্যে অন্যতম অবশ্যই জিয়নকাঠি (Jiyon Kathi Serial)। ফের একবার চ্যানেল কর্তৃপক্ষ জিয়নকাঠি সিরিয়ালটি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। ৫ ডিসেম্বর (5th December) সোমবার থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় (5.30pm) সান বাংলায় (Sun Bangla) দেখানো হবে জিয়নকাঠি। আরও একবার প্রিয় অভিনেত্রীকে ছোট পর্দায় দেখার সুযোগ ঐন্দ্রিলা ভক্তদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *