Arambagh Municipality : মাঠ দখল করে ময়লার ভ্যাট! পুরসভার বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা – villagers agitation to protect play field at arambagh


West Bengal News খেলার মাঠ দখল করে ময়লার ভ্যাট বানানো যাবে না। খেলার মাঠ বাঁচাতে আন্দোলন শুরু করল গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েতের সদস্যকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) বাইশ মাইল এলাকায়। পঞ্চায়েত এলাকার মাঠে ময়লার ভ্যাট তৈরি করা নিয়ে আরামবাগ পুরসভার (Arambagh Municipality) একটি বিজ্ঞপ্তি নিয়েই শুরু হয়েছে বিপত্তি। ওই বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

BJP MLA : হচ্ছে না জঞ্জাল সাফাই! পুর চেয়ারম্যানের বাড়ির সামনে আবর্জনা ফেলার নিদান BJP বিধায়কের
জানা গিয়েছে, আরামবাগের তিরোল পঞ্চায়েতের মান্দড়া গ্রামে একটি ফুটবল মাঠ রয়েছে। সেই মাঠে ওই গ্রাম ছাড়াও আশেপাশের বহু ছেলেপুলে খেলাধূলা করে। কিন্তু হঠাৎ করে ওই গ্রামের মানুষেরা একটি দৈনিক কাগজের মাধ্যমে জানতে পারে আরামবাগ পুরসভার (Arambagh Municipality) ১৯ টি ওয়ার্ডের আবর্জনা ও বজ্র পদার্থ ফেলা হবে ওই মাঠে। এরপরেই আগুনে ঘি পড়ে। মাঠ বাঁচাতে মাঠে নেমে আন্দোলন শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সদস্য সেখ রেজাউল এলে তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। উত্তাল হয়ে ওঠে এলাকা। তাঁদের দাবি, খেলার মাঠে কোনও আবর্জনা ফেলা যাবে না। আরামবাগ পুরসভার ওই নোটিশ বা বিবৃতি প্রত্যাহার করতে হবে। যদিও এখন পযন্ত বাইশ মাইল এলাকার ওই মাঠে আবর্জনা ফেলা হয়নি। তবে পুরসভা হঠাৎ করে কেন পঞ্চায়েত এলাকায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিল তা নিয়ে উঠছে প্রশ্ন।

Hooghy News : দেহ ব্যবসা চালানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! প্রতিবাদ করায় প্রহৃত TMC কর্মী
বিষয়টি নিয়ে মান্দড়া গ্রামের যুবক সেখ নাসিরউদ্দিন বলেন, “আমাদের দাবি, ফুটবল মাঠ যাতে সুষ্ঠু ও স্বাভাবিক থাকে। আবর্জনা ফেলা চলবে না। গ্রামের মানুষকে অন্ধকারে রেখে আরামবাগ পুরসভা (Arambagh Municipality) আবর্জনা ফেলার চেষ্টা করছে। তাই আরামবাগ মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসক সহ প্রশাসনের সব স্তরে জানানো হয়।” অপরদিকে তিরল পঞ্চায়েতের সদস্য সেখ রেজাউল বলেন, “গ্রামের মানুষের পক্ষ থেকে আমাদের একটাই লক্ষ্য খেলার মাঠ সুরক্ষিত থাকতেই হবে। আরামবাগ পুরসভার আবর্জনা ফেলতে দেওয়া হবে না।”

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনায় অনিয়মের অভিযোগ! চন্দ্রকোনায় বামেদের পোস্টার
যদিও তিরোল অঞ্চলের প্রধান আবদুস সুকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই বিষয়টা কিছুই জানি না। তবে ফুটবল মাঠ বাঁচাতে ও আবর্জনা ফেলার বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।” যদিও আরামবাগ পুরসভার (Arambagh Municipality) চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পুরসভা দাবি না মানলে খেলার মাঠ বাঁচাতে ইতিমধ্যেই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে মান্দড়া গ্রামের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *