ইউটিউবে (YouTube) কমলা চাষ (Orange Cultivation) দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন আলমগীর। বিদেশে দীর্ঘদিন কাটানোর পরে দেশে ফিরে কমলা চাষ করতে শুরু করেন তিনি। সেই সময়ে আলমগীর ভূঁইয়াকে অনেক কথা শুনিয়েছিলেন এলাকার লোকজন । সেই টিপ্পনীতে কান দেননি ব্রাহ্মণবেরিয়ার বিজয়নগরের বিষ্ণুপুর গ্রামের আলমগীর। এখন তারাই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে।