ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই নিজের জমি বিক্রি করে ফুটবল দল (Football Team) তৈরি করলেন বাঁকুড়ার (Bankura) জয়পুরের আনোয়ার হোসেন মোল্লা ওরফে ফুটবল চাচা। ফুটবল দল তৈরি করার জন্য কেউ জমি জায়গা বিক্রি করেছে এমনটা সাধারণত দেখা যায় না বা শোনাও যায় না। তবে এটাই বাস্তবে করে দেখালেন জয়পুর ব্লকের মুরলীগঞ্জের আনোয়ার চাচা।