জানা গিয়েছে, ঝাড়গ্রাম (Jhargram) জেলার অন্তর্গত আটটি থানার পক্ষ থেকে আটটি টিম রয়েছে যেগুলিতে খেলছে প্রতিটি থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচ হয় বেলপাহাড়ি থানা ও বিনপুর থানার মধ্যে । বীরবাহা বলেন, “পুলিশ কর্মী মানে সব সময় ফিট থাকতে হবে তাই খেলাধূলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই খেলাটি যদি রুটিন করে প্রতি পুলিশ কর্মী খেলার সুযোগ পাই তাহলে সকলেই ফিট থাকবেন। পুলিশ ভালো থাকলে, এলাকার মানুষজন ভালো থাকবে, শান্তিতে থাকতে পারবে”।
সম্প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বৈরথ বহুল চর্চিত সংবাদ মাধ্যমে। গত ১৭ নভেম্বর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় এসটি এসসি আইনে অভিযোগ দায়ের করেন বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। ঝাড়গ্রাম থানায় উপস্থিত থেকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাই দিবসের দিন শুভেন্দু অধিকারীকে পুলিশ বিশাল ব্যারিকেট করে আটকে দিয়েছিল ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে। সেখানেই পুলিশ ও বীরবাহার নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক।
বীরবাহার দাবি করেন, তিনি একজন আদিবাসী তথা তফসিলি উপজাতির প্রতিনিধি এবং একজন মহিলা। তাঁর সম্পর্কে এমন মন্তব্য করে জনজাতিকে অপমান করা হয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রীর দাবি, সমাজের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি শুভেন্দু অধিকারীর।