Birbaha Hansda Minister : ক্রিকেট মাঠে ব্যাট হাতে বীরবাহা, মন্ত্রীকে পেয়ে আপ্লুত জনসাধারণ – birbaha hansda playing cricket in jhargram police cricket tournament


রাজনীতির ময়দানে তাঁর ব্যাটিংয়ের সামনে সমঝে খেলতে হয় বিরোধীদের। তবে ক্রিকেটের মাঠে এবার ব্যাট হাতে অন্য মেজাজে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা ঝাড়গ্রামের (Jhargram) বিধায়ক বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda)। ঝাড়গ্রাম পুলিশের একটি অনুষ্ঠানে নিজেই ব্যাট হাতে নেমে পড়লেন মন্ত্রী। ঝাড়গ্রাম পুলিশ লাইনে খেলোয়াড়ি মেজাজে মন্ত্রীকে পেয়ে আপ্লুত জনসাধারণও। শুক্রবার ব্যাট হাতে নিজেই ক্রিকেট খেলে পুলিশ টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর বিরুদ্ধে বোলিং- এ নামলেন স্বয়ং ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। ঝাড়গ্রাম জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে দুদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টে “মৈত্রী কাপ- ২০২২” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মৈত্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। নীল সাদা বেলুন ওড়ানোর পাশাপাশি ক্রিকেট খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা।

Akhil Giri : ‘পরিবার নিয়ে সংশোধনাগারে থাকতে পারবে আসামীরা’, জানালেন কারামন্ত্রী অখিল গিরি
জানা গিয়েছে, ঝাড়গ্রাম (Jhargram) জেলার অন্তর্গত আটটি থানার পক্ষ থেকে আটটি টিম রয়েছে যেগুলিতে খেলছে প্রতিটি থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচ হয় বেলপাহাড়ি থানা ও বিনপুর থানার মধ্যে । বীরবাহা বলেন, “পুলিশ কর্মী মানে সব সময় ফিট থাকতে হবে তাই খেলাধূলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই খেলাটি যদি রুটিন করে প্রতি পুলিশ কর্মী খেলার সুযোগ পাই তাহলে সকলেই ফিট থাকবেন। পুলিশ ভালো থাকলে, এলাকার মানুষজন ভালো থাকবে, শান্তিতে থাকতে পারবে”।

Jhargram News : ঝাড়গ্রামে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে আতঙ্ক, বুধবার জেলায় বনধের ডাক
সম্প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বৈরথ বহুল চর্চিত সংবাদ মাধ্যমে। গত ১৭ নভেম্বর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় এসটি এসসি আইনে অভিযোগ দায়ের করেন বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। ঝাড়গ্রাম থানায় উপস্থিত থেকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাই দিবসের দিন শুভেন্দু অধিকারীকে পুলিশ বিশাল ব্যারিকেট করে আটকে দিয়েছিল ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে। সেখানেই পুলিশ ও বীরবাহার নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক।

Suvendu Adhikari : অভিষেকের বাবাকে নিয়ে মন্তব্য, শুভেন্দুকে আলিপুর কোর্টে হাজিরার নির্দেশ
বীরবাহার দাবি করেন, তিনি একজন আদিবাসী তথা তফসিলি উপজাতির প্রতিনিধি এবং একজন মহিলা। তাঁর সম্পর্কে এমন মন্তব্য করে জনজাতিকে অপমান করা হয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রীর দাবি, সমাজের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি শুভেন্দু অধিকারীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *