BSF : সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশে করেও হল না শেষরক্ষা, BSF-এর হাতে গ্রেফতার ৫ – bsf arrested five bangladeshi on charges of illegally entering india bangladesh border


সীমান্ত (Border) পেরিয়ে ভারতে (India) অবৈধভাবে অনুপ্রবেশের (Illegally Enter) অভিযোগে পাঁচজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করল BSF। BSF এর ১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার গর্তশ্বরী এলাকা থেকে পাঁচ বাংলাদেশের (Bangladesh) নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশের পাঁচজন নাগরিক হল রুবেল খান (২০), সাদেক আলি (২৩), সাদ্দাম হুসেন (২২), নইম আলি (২২), মহম্মদ মোখতার (২২)। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের বাসিন্দা। আরও জানা গিয়েছে, ধৃতরা সীমান্তের খোলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ৩৩০০ টাকা ও ভারতের ১১০০ টাকা। উদ্ধার হয়েছে ৬টি মোবাইল ফোন। তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথি পাওয়া যায়নি বলেও খবর৷ ধৃতদের জলপাইগুড়ি কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে BSF এর তরফে জানানো হয়েছে। শুক্রবার ধৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে আদালতে পেশ করা হয়েছে৷

Cooch Behar: রাজ্যে আবার অর্থের পাহাড়ের হদিশ! মেখলিগঞ্জ থেকে উদ্ধার লাখ লাখ বাংলাদেশি টাকা
BSF এর রাধাবাড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার গর্তশ্বরী এলাকা থেকে BSF পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে। তাদের ইতিমধ্যেই জলপাইগুড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এরা ঠিক কী উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিল৷ ভারতের কেউ বা কারা তাদের এদেশে অনুপ্রবেশে সাহায্য করেছিল, কিনা তাও তদন্তে নেমে খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ৷

BSF : সীমান্তে উদ্ধার কেজি কেজি চুল, চাপড়া টু বাংলাদেশে সহজে চলত বেআইনি কারবার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ বাংলাদেশি কোনও রকম দুষ্কৃতীমূলক কাজের জন্য এদেশে ঢোকার চেষ্টা করছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে৷ এদের নামে কোনও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে কিনা, তাও খোঁজখবর নিয়ে দেখছে পুলিশ৷ ভারতে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷

Birbhum News : ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট! শ্রীঘরে বীরভূমের যুবক
প্রসঙ্গত, কয়েক মাস আগেই জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের মহাদেব BOP (বর্ডার আউট পোস্ট) সংলগ্ন বুড়িরজোত এলাকা দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে চারজন। তখনই ১৫ নম্বর ব্যাটিলয়নের BSF জওয়ানরা তাদের দেখতে পেয়ে আটক করে মহাদেব BOP তে নিয়ে যান। এদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ধৃতরা সকলেই বাংলাদেশের দিনাজপুর এবং ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা। পরে এদের জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন BSF জওয়ানরা৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *