Cricket Match : জঙ্গলমহলে IPL-র ধাঁচে চলছে KPL সিজন ২, উচ্ছ্বসিত খাতড়াবাসী – kpl season 2 going on in the style of ipl at jangalmahal in bankura


West Bengal News বাঁকুড়ার (Bankura) জঙ্গলমহলে (Jangalmahal) শুরু KPL সিজন ২৷ IPL র ধাঁচে তৈরি হয়েছে KPL অর্থাৎ খাতড়া প্রিমিয়ার লিগ (Khatra Premier League)। বুধবার জঙ্গলমহলের খাতড়া মহকুমা শহরের সিধু-কানু স্টেডিয়ামে (Sidhu-Kanu Stadium) KPL সিজন ২ র শুভ উদ্বোধন হয়েছে। পাঁচদিনব্যাপী এই খেলার ফাইনাল ম্যাচ হবে ৪ ডিসেম্বর৷ মূলত খাতড়ার ক্রিকেটপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে এবং স্থানীয় ক্রিকেটারদের (Cricketer) ট্যালেন্ট জনগণের সামনে তুলে ধরতেই IPL র ধাঁচে KPL র আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷ এনিয়ে খাতড়ার মানুষজনের উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো৷

FIFA World Cup 2022: বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করে শ্রীঘরে, সাম্বা ফিভারে আক্রান্ত বাঁকুড়ার চৌধুরী বাড়ি
প্রতিবছর IPL শুরুর আগে থেকেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াত খাতড়ায় IPL হওয়ার কথা৷ যদিও সেটা নিতান্তই মজা করে৷ সেখানে বলা হত, খাতড়াতে যদি IPL খেলা হত, তাহলে টিমগুলোর নাম কী হত? মজার ছলে কেউ কেউ নামকরণও করে দিয়েছিল টিমগুলির৷ খাতড়া নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স হিড়বাঁধ, কিংস ইলেভেন রানিবাঁধ, মুকুটমণিপুর ইন্ডিয়ানস না জানি আরও কত কী। কিন্তু কেউ কি কখনও ভেবেছিল, এটা কোনও দিন বাস্তবায়িত হবে? যদিও এই মজাটাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হন খাতড়া এলাকার কিছু যুবক।

Bankura News : সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা কোতলপুরে
বর্তমানে সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়ানে জোকস অনুযায়ী টিমগুলির নাম না হলেও, IPL র আদলে খেলার নামকরণ করা হয়েছে KPL৷ গতবছর থেকেই শুরু হয় এই KPL। সম্পূর্ণভাবে IPL র ধাঁচে সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে KPL৷ মোট ১২টি ফ্র্যাঞ্চইজি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। কেবলমাত্র খাতড়া সাব ডিভিশনের বিভিন্ন ব্লক থেকে KPL এ প্রায় ২৫৫ জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেন৷ তাঁদের প্রত্যেককে গত ১৮ অক্টোবর ওপেন নিলাম পদ্ধতিতে বেছে নেওয়া হয়।
আগামী পাঁচ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ৪ তারিখ হবে ফাইনাল খেলা৷ খেলা হবে আট ওভারের৷ এখানে সমস্ত খেলাগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে৷ পাশাপাশি রিভিউ স্টিটেম সহ একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এই KPL এ। খেলা চলাকালীন বেশ কিছু ক্ষেত্রে খেলোয়াড় ও দর্শকদের জন্য রয়েছে আর্কষণীয় পুরস্কার। এই খেলাকে কেন্দ্র করে মহকুমার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। সোজাসাপটাভাবে বলতে গেলে, IPL রই ছোট সংস্করণ এই KPL।

Mid Day Meal : স্কুলের সামনে জমে নোংরা জল, গেটে তালা ঝুলিয়ে অভিভাবকদের বিক্ষোভ
এদিন ব্যাট হাতে খেলার শুভ উদ্বোধন করেন খাতড়ার বিশিষ্ট সমাজকর্মী জয়ন্ত মিত্র৷ উপস্থিত ছিলেন খাতড়ার BDO অভীক বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী অসীম গোপ, সমাজকর্মী সুব্রত দে, সুখেন দাস, খাতড়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা ও খেলোয়াড় অঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ KPL কমিটির সদস্যরা। খাতড়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “খাতড়ার ক্রিকেটপ্রেমী মানুষদের জন্য এবং এখানকার ট্যালেন্টেড খেলোয়াড়দের তুলে ধরতেই গত বছর থেকে এই KPL এর আয়োজন করা হয়েছিল৷ এবছর সিজন ২ হচ্ছে৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *