Duare Sarkar Camp: রাজ্যবাসীর জন্য সুখবর, আরও বাড়ল ‘দুয়ারে সরকার’-এর মেয়াদ – duare sarkar camp extended more nabanna publish new notification


Duare Sarkar-এ অভূতপূর্ব সাড়া। রাজ্যবাসীর সুবিধার ক্ষেত্রে ভেবে এই ক্যাম্পের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। এদিন নবান্নে বৈঠকের পর রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা হলেও নয়া সিদ্ধান্তে এই ক্যাম্পের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।

১ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়। এই ক্যাম্পগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পাচ্ছিলেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। কিন্তু বুধবার জানানো হয় দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ ৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করছে রাজ্য সরকার। তবে এদিন নবান্নে বৈঠকে পরে আরও একমাস এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর অবধি চলবে দুয়ারে সরকার (Duare Sarkar Camp Timing) কর্মসূচি।

Duare Sarkar Camp: দুয়ারে সরকার শিবিরে বাম-বিজেপি কর্মীরা, কারণ জানলে চমকে যাবেন

রাজ্যবাসী নিকটবর্তী ক্যাম্পের হদিশ পাওয়ার জন্য https://ds.wb.gov.in -এ ক্লিক করতে পারেন। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য ক্যাম্পগুলি থেকে বিনামূল্যে পাওয়া যাবে ফর্ম। যাতে সাধারণ মানুষের সমস্যা হলে তাঁরা এই বিষয়টি তুলে ধরতে পারেন সেজন্য একটি টোল ফ্রি নম্বরও শুরু করা হয়েছে। ১০৭০/২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে তাঁরা সাহায্য চাইতে পারবেন।

Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার বাহানা, বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে ‘ভাগলবা’ বধূ

দুয়ারে সরকারে আবেদনের জন্য কী নথি প্রয়োজন?
আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা থাকছে ক্যাম্পেই। একইসঙ্গে মিউটেশন ও জমি রেকর্ডের ভুল সংশোধন, স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো দেওয়া বাধ্যতামূলক। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু,জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণিসম্পদ দফতরের কিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন প্রকল্পগুলির জন্য দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যাতে দুয়ারে সরকারের পরিষেবা আরও পেতে পারেন সেজন্য এবার এই উদ্যোগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে হলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *