Gangasagar Mela : সাগরমেলায় কড়া নজরে করোনা – west bengal state government took strict covid norms for gangasagar mela


পার্থসারথি সেনগুপ্ত
পশ্চিমবঙ্গ তথা গোটা দেশেই করোনার সংক্রমণ অনেক স্তিমিত। মাস্ক বা শারীরিক দূরত্ববিধির বালাই নেই। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে ২৫০-৩০০। পশ্চিমবঙ্গে বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২, বৃহস্পতিবার ৬। তা সত্ত্বেও আসন্ন গঙ্গাসাগর মেলায় কোভিড মোকাবিলার প্রস্তুতিতে খামতি রাখছে না রাজ্য সরকার। শুধু সংক্রমণ রোখা নয়, দ্রুত রোগ চিহ্নিত করে চিকিৎসার বন্দোবস্তও রাখা হচ্ছে সাগরে। অতিমারীর সময়ের মতো আসন্ন মেলাতেও এন্ট্রি পয়েন্টগুলিতে এ ধরনের পরিকাঠামো রাখা থাকবে বলে সরকারি সূত্রে খবর।

Uttar Pradesh: ওয়ার্ডে ঢুকে রোগীকে ইঞ্জেকশন অ্যাম্বুল্যান্স চালকের, বেআব্রু যোগী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা!
আগামী বছর ৯ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। প্রস্তুতির জন্য গত ১৭ নভেম্বর স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে বৈঠকে বসেন স্বাস্থ্যকর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, অতিমারীর বছরগুলির মতো ২০২৩-এও সাগরে কোভিড প্রতিরোধে যথাযথ বন্দোবস্ত করা হবে। সংক্রমণের আশঙ্কা যাতে পুরোপুরি রোধ করা যায়, সে দিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিকের সংস্থান রাখা হবে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের প্রাথমিক হিসাবে এই কাজে প্রয়োজন অন্তত ৪১ জন মেডিক্যাল অফিসার, ২০ জন নার্স ও বেশ ক’জন বিশেষজ্ঞ চিকিৎসক। কোভিড-সহ অন্যান্য রোগ প্রতিরোধে প্রায় ২ কোটি ৯৫ লক্ষ টাকার বরাদ্দের হিসাব পেশ করা হয়েছে।

Gangasagar Mela : কাকদ্বীপে বন্ধ ভেসেল পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা
স্বাস্থ্যভবন সূত্রের খবর, গঙ্গাসাগর সংলগ্ন প্রতিটি হাসপাতালে ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ এর ব্যবস্থা রাখতে হবে। পাঁচটি অস্থায়ী হাসপাতাল-সহ হারউড পয়েন্ট, কচুবেড়িয়া ও নামখানা বাসস্ট্যান্ড এবং ঘাটেও টেস্টের ব্যবস্থা থাকবে। কোভিড বেড তথা আইসোলেশান ওয়ার্ড রাখা হবে ডায়মন্ড হারবার, কচুবেড়িয়া, কাকদ্বীপ, বাঙুর, সাগর হাসপাতাল ও সাগরের মেলা হাসপাতালে। সাগরে থাকছে ১০টি ও কচুবেড়িয়া অস্থায়ী হাসপাতালে ৫টি শয্যার ব্যবস্থা থাকছে। কোভিড মোকাবিলায় ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বাঙুর ও সাগর হাসপাতালে চারটি ক্রিটিক্যাল ইউনিট চালু থাকছে। থাকছে সেফ হাউসও। কোভিড রোগীদের জন্য মজুত রাখা হচ্ছে ১০টি অ্যাম্বুল্যান্স। থাকবে এয়ার অ্যাম্বুল্যান্স ও একাধিক ট্রমা কেয়ার সেন্টার।

Covid 19 Vaccine : নেওয়ার আগ্রহ নেই, করোনার টিকা শেষ হচ্ছে জানুয়ারিতেই
এ বছর দুর্গাপুজো, কালীপুজো থেকে গোটা উৎসবের মরশুমে যেখানে কোভিড নিয়ে এমন সতর্কতা ছিল না, সে জায়গায় সাগরে কেন? স্বাস্থ্যকর্তাদের ব্যাখ্যা, কোভিডকালের তুলনায় এ বছর গঙ্গাসাগরে ৪ গুণ বেশি ভিড় হতে পারে। যার বেশিরভাগই আসবে ভিন রাজ্য থেকে। এতে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই খামতি রাখা হচ্ছে না কোভিড প্রস্তুতিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *