Gold Coin Price : অ্যান্টিক বলে অভিনব কায়দায় জালিয়াতি, প্রতারণার অভিযোগে ধৃত ৮ – eight arrested with antique coins and firearms in bardhaman


অ্যান্টিক কয়েন ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার আট দুষ্কৃতী। বর্ধমানের (Bardhaman ) সাঁই কমপ্লেক্স এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আমানুল্লা খান (৪২), মাহে আলম মল্লিক ওরফে লাল্টু মল্লিক (৪২), শেখ সইফুদ্দিন (৩৬), শেখ কামরুলজামান ওরফে রতন (৩৯), ওয়ারিশ মল্লিক ওরফে রিপন (৪২), শেখ রাজু (৪০), শেখ মিরাজ (২৮), মীর গিয়াউদ্দিন ওরফে ডালু (৪৫)৷ ধৃতদের মধ্যে আমানুল্লা খান মুম্বইয়ের (Mumbai) এবং লাল্টু মল্লিক পূর্ব বর্ধমানের (East Bardhaman) বাসিন্দা৷ এছাড়া তিনজন মঙ্গলকোট (Mangalkot) ও বাকিরা বোলপুরের (Bolpur) বাসিন্দা৷ বৃহস্পতিবার রাতে সাঁই কমপ্লেক্স এলাকায় ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের৷ এরা প্রত্যেকেই ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনার যুক্ত বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ৷

Bardhaman Police : আউশগ্রাম পুলিশের জালে কুখ্যাত অস্ত্রকারবারী, উদ্ধার ৪ টি আগ্নেয়াস্ত্র
ধৃতদের মধ্যে তিনজনের পুলিশি হেফাজতের (Police Custody) আবেদন করে শুক্রবার বর্ধমান আদালতে (Bardhaman Court) পেশ করল বর্ধমান থানার পুলিশ (Bardhaman Police Station)। এই তিনজনই মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের৷ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে NH2B-র সাঁই কমপ্লেক্সের কাছে অভিযান চালায় পুলিশ৷ সেখান থেকেই আট দুষ্কৃতীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পাইপ গান, একটি গুলি ও একটি অ্যান্টিক কয়েন। নিজেরাই এই কয়েন তৈরি করে অ্যান্টিক বলে প্রচুর দামে এগুলো বিক্রি করে মানুষকে ঠকাত বলে ধৃতরাই জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলে দাবি পুলিশের৷

Arjun Singh : অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা, গ্রেফতার ২
DSP ট্র্যাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, ‘‘সোর্স মারফত আমাদের কাছে গতকাল মাঝ রাতে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে আমরা সাঁই কমপ্লেক্সের কাছ থেকে আটজন দুষ্কৃতীকে গ্রেফতার করি৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্র এবং একটি কয়েন পাওয়া গিয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওরা এই কয়েন দেখিয়ে লোকজনকে ঠকাত৷ আটজনকেই আমরা আদালতে পেশ করেছি৷ তিনজনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘ডাকাতির উদ্দেশ্য ছিল এদের৷ এরা মূলত ডাকাতি, ছিনতাই এসব কাজের সঙ্গে যুক্ত ছিল বলেই মনে হচ্ছে৷ আমরা তদন্ত করে দেখব আরও অন্য কোনও জায়গায় এরা এসব কাজে যুক্ত ছিল কিনা৷ এদের সঙ্গে আরও কেউ রয়েছে কিনা, তা তদন্তসাপেক্ষ৷ এরা নিজেরাই অ্যান্টিক কয়েনও তৈরি করত বলে জেরায় জানা গিয়েছে৷’’ আরও জানা গিয়েছে, এদের সম্বন্ধে আরও খোঁজখবর নিতে বিভিন্ন থানায় যোগাযোগ করছে বর্ধমান থানার পুলিশ৷ মুম্বই থেকে আসা ব্যক্তিকে প্রধান অভিযুক্ত বলে মনে করছে পুলিশ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *