Hookah Parlour : ‘মিশছে নেশার জিনিস’, হুক্কা বার বন্ধ হচ্ছে কলকাতায় – mayor of kolkata firhad hakim says kmc will cancel all hookah bar license


‘মানুষের ক্ষতি হচ্ছে…’, এবার কলকাতায় হুক্কা বারগুলি বন্ধ করার অনুরোধ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলাকালীন এই প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। শহরের মহানাগরিক বলেন, “এখন কলকাতায় হুক্কাবার বন্ধ করার অনুরোধ করছি। রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যে হুক্কা বার এটা খারাপ বিষয়। হুক্কাবারে যে ধোঁয়া ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত খারাপ। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় এর সঙ্গে নেশার জিনিস মেশানো হচ্ছে। ফলে তাঁরা বারবার হুক্কাবারে যেতে বাধ্য হচ্ছে। এটা এমন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। সেজন্য হুক্কা বারকে আর পুরসভা লাইসেন্স দেবে না।” ফিরহাদ হাকিম আরও বলেন, “যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরও বাতিল করে দেওয়া হবে। এই বিষয়ে শীঘ্রই নোটিফিকেশন দেওয়া হবে। এই বিষয়ে পুলিশের সাহায্য চাইব। যাঁরা হুক্কা বার চালাচ্ছেন তাঁদের কাছে অনুরোধ যেন বন্ধ করেন। রেস্তোরাঁ চালালে আমাদের আপত্তি নেই। খাওয়া দাওয়া হোক।”

DA West Bengal Latest Update : ৬ জানুয়ারির মধ্যে বিদ্যুৎকর্মীদের বকেয়া DA মেটানোর নির্দেশ হাইকোর্টের
হুক্কা বারের কোনও লাইসেন্সিং নেই। অনেকেই এটি ‘প্লেজার স্মোকিং’ হিসেবে নেয়। প্রতিনিয়ত এই ধোঁয়া নিলে তা ফুসফুসে প্রভাব ফেলছে। কলকাতাবাসীরজন্যও তা ঠিক নয়। অনেক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তা বন্ধ করে দেব।” শহরের একাধিক দোকানে খোলাভাবেই বিক্রি করা হয় হুক্কা। এবার থেকে সেই দোকানগুলির উপরেও নজর চালাবে কলকাতা পুরসভা, নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র।

SSC Scam In West Bengal : এসএসসির ‘অবৈধ’ তালিকায় তিন বছর আগে রাস্তায় বসা ত্রয়ী
ফিরহাদ হাকিম বলেন, “আগে সিগারেট খাওয়ার ক্ষতিকারক দিকগুলি নিয়ে সাধারণ মানুষ সচেতন ছিল না। যদিও এখন তা বদলেছে। অক্ষয় কুমারকে পর্যন্ত বলতে হচ্ছে সিগারেটে টান দেওয়া আসলে ঠিক নয়।” সেক্ষেত্রে কোনও রেস্তোরাঁ যদি কলকাতা পুরসভার নির্দেশ উড়িয়ে হুক্কা বিক্রি করে সেক্ষেত্রে কি তাদের লাইসেন্স বাতিল করা হবে? এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, এখনই তিনি এতটা কড়া হচ্ছেন না। তবে পুলিশ যাতে এই বিষয়ে কড়া হন তা দেখার কথা বলেছেন মহানাগরিক। পুরো বিষয়টিই আপাতত ‘অনুরোধ পর্ব’-এ রয়েছে। তবে ভবিষ্যতে এই বিষয়ে কড়া পদক্ষেপ করবে কলকাতা পুরসভা, জানান তিনি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *