KMC : কেন শহরে হুক্কা বার বন্ধের নির্দেশ? জবাব ফিরহাদের – why did kmc mayor firhad hakim instructed to close all hookah bar in the city here is the reason


কলকাতায় বন্ধ হতে চলেছে যাবতীয় হুক্কা বার। শুক্রবার ‘টক টু মেয়র’-এর (Talk To Mayor) পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। কিন্তু, কেন হঠাৎ করে হুক্কা বার বন্ধ করার নির্দেশ দেওয়া হল? এই বিষয়ে উল্লেখযোগ্য একটি মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, হুক্কা বার নিয়ে তিনি অভিযোগ পেয়েছেন। একই সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কলকাতায় মেয়র। তাঁর মন্তব্য, হুক্কার সঙ্গে মাদক মেশানো হচ্ছে কিছু কিছু জায়গায়। আর তা নিয়ে অভিযোগ আসার পর পরবর্তী প্রজন্মের কথা ভেবে কড়া পদক্ষেপ করার চিন্তাভাবনা করছে পুরকর্তৃপক্ষ। যদি হুক্কা বিক্রি হয় সেক্ষেত্রে লাইসেন্স পুনর্নবীকরণ করবে না কলকাতা পুরসভা। একইসঙ্গে, আপাতত বিষয়টি নিয়ে অনুরোধ করলেও পরবর্তীতে কড়া পদক্ষেপ করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে, সাফ কথা ফিরহাদের।

Hookah Parlour : ‘মিশছে নেশার জিনিস’, হুক্কা বার বন্ধ হচ্ছে কলকাতায়
ঠিক কী বলছেন শহরের হুক্কা পার্লারের ব্যবসায়ীরা? বাইপাস সংলগ্ন এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক রেস্তোরাঁ এবং হুক্কা পার্লারের মালিক বলেন, “অন্য কোনও জায়গার কথা বলতে পারব না। কিন্তু, আমাদের এখানে আগে দেখা হয় যিনি হুক্কা নিচ্ছেন তিনি ১৮ ঊর্ধ্ব কিনা এবং অন্য কোনও নেশার সামগ্রী মেশানোর কোনও সম্ভাবনা নেই। জানি না কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে হুক্কা বন্ধ হলে ব্যবসার ক্ষতি হবে। এখনও আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। সমস্তটা জেনেই মন্তব্য করব।”

DA West Bengal Latest Update : ৬ জানুয়ারির মধ্যে বিদ্যুৎকর্মীদের বকেয়া DA মেটানোর নির্দেশ হাইকোর্টের
এই বিষয়টি নিয়ে বেশিরভাগ হুক্কা পার্লারের মালিকই কথা বলতে রাজি নন। তাঁরা জানাচ্ছেন, এখনও কোনও নির্দেশ তাঁদের হাতে এসে পৌঁছয়নি। প্রসঙ্গত, শহরের সমস্ত হুক্কা বার বন্ধ নিয়ে দু’এক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে পুরকর্তৃপক্ষের তরফে। পাশাপাশি খোলা বাজারেও হুক্কা বিক্রি যাতে না হয় সেই লক্ষ্যে পুরকর্তৃপক্ষের তরফে নেওয়া হবে কড়া পদক্ষেপও। ফিরহাদ হাকিম আরও জানান, আপাতত তিনি পুর বিষয়টি নিয়েই অনুরোধ করছেন। তবে পুলিশকে হক্কা বার রুখতে সদর্থক পদক্ষেপ করার কথা বলেছেন কলকাতার মেয়র। তিনি জানান, যাতে কোনওভাবই শহরে হুক্কা বারগুলি খোলা না থাকে সেই বিষয়ে পুলিশকে কড়া নজরদারি চালাতে হবে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *