বাসের মধ্যে খাওয়ানো হল মাদক মেশানো খাবার। অপ্রকৃতিস্থ হয়ে পড়লে করা হল মারধর করে লুট করে নেওয়া হল জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে মালদায় (Malda) মানিকচকে।

হাইলাইটস
- প্রথমে খাওয়ানো হল মাদক মেশানো খাবার।
- অপ্রকৃতিস্থ হয়ে পড়লে করা হল মারধর, লুট হল জিনিসপত্র।
- ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিফল মণ্ডল নামে বছর চব্বিশের ওই ব্যক্তি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। ওই ব্যক্তির বাড়ি মালদা (Malda) জেলার মানিকচক থানার ধর্মতলা এলাকায়। পরিবার সূত্রে আরও জানা যায়, তিনি রাজস্থানের যোধপুর এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়েছিল বিগত পাঁচ মাস আগে। সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) নামেন। এরপর শিয়ালদা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে বাস ধরেন।বাসের মধ্যেই তাঁকে টার্গেট করা হয়। কয়েকজন দুষ্কৃতী তাঁর সঙ্গে প্রথমে আলাপ জমায়। এরপর খাবারের মাধ্যমে তাঁকে মাদক খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ব্যক্তি নেশার ঘোরে চলে গেলে তাঁকে মাঝ রাস্তায় নামিয়ে মারধর করে সর্বস্ব লুট করে নেওয়া হয় বলে অভিযোগ।
লুট করার পাশাপাশি ওই শ্রমিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত শ্রমিক চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital)। শ্রমিকের কাছ থেকে নগদ টাকা সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে তাঁকে বেধরক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। গোটা ঘটনায় ওই ব্যক্তি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানা গিয়েছে।
কিছুদিন আগেই এরকমভাবে মাদক খাইয়ে এক ব্যক্তির সর্বস্ব লুটের ঘটনা ঘটে উত্তর দিনাজপুরে। শিলিগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ডিপো থেকে শিলিগুড়ি-বহরমপুরগামী সরকারি বাসে চেপে কিষানগঞ্জে আসছিলেন মহম্মদ মরিচ নামে এক ব্যাক্তি। কিষানগঞ্জে চলে আসার পরে ওই ব্যাক্তিকে বাস কন্ডাক্টর ওই যাত্রীকে ডাকাডাকি করলেও কোনভাবেই তাঁকে ওঠানো যায়নি। প্রাথমিকভাবে তাঁকে শুশ্রূষা করার চেষ্টা করেও তাঁর সাড়া পাননি। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে (Raiganj Police Station)। পুলিশ ও বাসের কর্মীরা তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে (Raiganj Super Specialty Hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৪৩০০ টাকা খোওয়া গিয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ