Powerlifting Competition : সংসার সামলে ফের সফল দুর্গাপুরের বধূ, নিউজিল্যান্ডে জয়জয়কার সীমার – sima dutta chatterjee of durgapur bags gold at auckland powerlifting commonwealth


অকল্যান্ডে কমনওয়েলথ ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে (Auckland Powerlifting Commonwealth Championship) ছয়টি সোনা জয় করলেন দুর্গাপুরের (Durgapur) বধূ সীমা দত্ত চট্টোপাধ্যায়। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ (Championship)। মোট ১৬টি দেশের প্রতিযোগী যোগ দিয়েছিলেন এই প্রতিযোগিতায়। আর ভারত থেকে যোগ দেন ৮০ জন। সেই তালিকায় ছিলেন সীমা দত্ত চট্টোপাধ্যায় ও তাঁর প্রশিক্ষক অংশু সিংও।

 

sima dutta chatterjee.

হাইলাইটস

  • অকল্যান্ডে কমনওয়েলথ ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় দুর্গাপুরের বধূর
  • মোট ১৬টি দেশের প্রতিযোগী যোগ দিয়েছিলেন এই প্রতিযোগিতায়
  • সীমা দত্ত চট্টোপাধ্যায়ের প্রশিক্ষকও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপো জয় করেছেন
Auckland Powerlifting Commonwealth : অকল্যান্ডে কমনওয়েলথ ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে (Auckland Powerlifting Commonwealth Championship) ছয়টি সোনা জয় করলেন দুর্গাপুর (Durgapur) তথা বাংলার সোনার মেয়ে সীমা দত্ত চট্টোপাধ্যায়। তবে তিনি একাই নন, একই সঙ্গে আরও তিনটি সোনা ও একটি রুপো জয় করেছে সীমার প্রশিক্ষক অংশু সিং। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ পাওয়ারলিফিটিং ও বেঞ্চপেস চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্যোক্তা ইন্টারন্যাশনাল পাওয়ারলিফটিং ফেডারেশন ও এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ (Championship)। এবারে ১৬টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। যার মধ্যে ভারতের ৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। মূলত জাতীয় স্তরে যেসব প্রতিযোগী সোনা ও রূপো জেতেন তাঁরাই ওই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। তার মধ্যে দুর্গাপুরের সীমা দত্ত চট্টোপাধ্যায় ও অংশু সিং যোগ দিয়েছিলেন। Digha Beach: বছর শেষে চমক দিঘায় বিচ ম্যারাথন, ১০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা
২৯ নভেম্বর ছিল ইকুইপড ও ক্লাসিক বেঞ্চপেস প্রতিযোগিতা। সীমা ৬৩ কেজি দুটি বিভাগে দুটি সোনা জয় করেন। একই সঙ্গে অংশু সিং ৮৩ কেজি ইকুইপড বেঞ্চপেস বিভাগে একটি সোনা জয় করেন। ১ ডিসেম্বর ছিল ইকুইপড ও ক্লাসিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতার স্কোয়াট, বেঞ্চপেস ও ডেডলিফটিং। ওই তিনটি প্রতিযোগিতায় তিনটি সোনা জয় করেন। এবং ওভার অল একটি সোনা জয় করেন। একই সঙ্গে স্ট্রংগেস্ট ওমেন প্রথম রানার আপ হন সীমা। সংসারের কাজ সামলে নিজেকে তৈরি করা একজন গৃহবধূর কাছে দৃষ্টান্তই শুধু নয়, বড় চ্যালেঞ্জের বিষয় এটি। তাঁর সাফল্য আর পাঁচটা মেয়েকে প্রেরণা জুগিয়েছে। এই জয়ের পর সীমা বলেন, “সংসারের কাজ সামলেও লক্ষ্যে পৌঁছানো যায়। এর জন্য নিজেকে খুব গর্বিত বলে মনে হচ্ছে।” Konnagar Municipality : যোগাসনে পাঁচটি স্বর্ণপদক জয়, অর্থাভাবে থাইল্যান্ড যাওয়া অনিশ্চিত ‘সোনার ছেলে’ সোমনাথের
একই সঙ্গে অংশু সিং সীমার প্রশিক্ষক। তিনিও এবারে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অংশু কলকাতার বাসিন্দা হলেও কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। অংশু সিং ৮৩ কেজি ইকুইপড বেঞ্চপ্রেস বিভাগে একটি সোনা জয় করেন। এবার ইকুইপড ও ক্লাসিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতার স্কোয়াটে একটি সোনা, বেঞ্চপেসে একটি রূপো ও ডেডলিফটিং একটি সোনা জয় করেন। একই সঙ্গে স্ট্রংগেস্ট ম্যান প্রথম রানার আপ হন তিনি। Uttar 24 Pargana : শরীরচর্চাই একমাত্র ধ্যান, রাজ্যের নাম উজ্জ্বল করতে ওপার বাংলায় পাড়ি প্রৌঢ়ের
তবে শুধুমাত্র এই বছরই নয়, এর আগে এশিয়ান ইকুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছিলেন সীমা দত্ত চট্টোপাধ্যায়। ওই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নিয়েছিল কাজাকস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান, উজবেকিস্তান, ওমান, কুয়েত সহ অন্যান্য দেশের খেলোয়াড়রা। সীমা বলেন, “আমি বরাবর শরীর চর্চা করতাম। ২০১৯ সাল থেকে পাওয়ার লিফটিং শুরু করি। রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি। সেই সব প্রতিযোগিতায় জয়ী হতেই আকাঙ্খা বাড়তে থাকে। এখন আমাকে দেখে দুর্গাপুরের অনেক মহিলা অনুপ্রেরিত হয়ে পাওয়ার লিফটিং শুরু করেছেন।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *