Satabdi Roy : দুয়ারে পঞ্চায়েত ভোট, বীরভূমের লাল মাটিতে ব়্যাকেট হাতে শতাব্দী – satabdi roy played badminton with police super in birbhum


কর্মীদের মনোবল চাঙ্গা করতে অনুব্রতহীন বীরভূমে (Birbhum) শুক্রবার মেগা শো করল তৃণমূল (TMC)। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, শতাব্দী রায় ও দেবাংশু ভট্টাচার্য।

 

হাইলাইটস

  • কর্মীদের মনোবল চাঙ্গা করতে অনুব্রতহীন বীরভূমে শুক্রবার জনসভা করল তৃণমূল
  • সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেতারা
  • ময়ূরেশ্বরের এক নম্বর ব্লকের নিমিতলা মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল
West Bengal News : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (2021 Assembly Election) কার্যত ম্যাজিক ফল করে দেখিয়েছিল বীরভূম (Birbhum)। সেই জয়ের কৃতিত্ব দলের নিচুতলার কর্মীদেরই দিয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু, তার মাঝে এক ঝটকায় বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। গোরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রতকে গ্রেফতারের পর থেকেই দলের নিচুতলার কর্মীদের মনে কিছুটা হলেও ঝটকা লেগেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে অনুব্রতহীন বীরভূমে শুক্রবার জনসভা করল তৃণমূল। এমনকী, ব্যাডমিন্টন খেলতেও দেখা গিয়েছে শতাব্দী রায়কে। Mahua Moitra : ‘মমতা বাঘিনী, BJP খ্যাঁক শেয়ালের দল!’ কেষ্টহীন বীরভূমে ‘গর্জন’ মহুয়ার
এদিনের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শতাব্দী রায় (Satabdi Roy) দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “লোকে বোঝালেই বুঝবেন না। আপনারা কী পেয়েছেন সেটা বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথা দিলে কথা রাখেন, বারেবারে আপনারা তা দেখেছেন। আগামী পঞ্চায়েত নির্বাচন দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ, পঞ্চায়েতের পর লোকসভা ভোট। যে ভোটে বিজেপিকে দেশ ছাড়া করা যাবে।” এছাড়া শুক্রবার বীরভূমের চাঁদমারি মাঠে বীরভূম জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি ইনডোর ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। তাঁকে এই কোর্টের উদ্বোধন করার পাশাপাশি ব্যাডমিন্টন হাতে খেলা করতে দেখা যায়। খেলায় তাঁকে সঙ্গ দেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। এই কোর্টের জন্য মোট ১৯ লাখ ৯৭ হাজার ৩৪০ টাকা বরাদ্দ করা হয়। খরচ হয়েছে ১৪ লাখ ৯৬ হাজার টাকা। Trinamool Congress : কেষ্টহীন বীরভূম! পঞ্চায়তে নির্বাচনের আগে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে অভিষেক
যদিও সেই অনুষ্ঠানে যোগ দিয়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে কোনও মন্তব্য করেননি শতাব্দী। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তা এদিনের সভা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ সেখানে শুধুমাত্র শতাব্দীই নন, একই সঙ্গে বিজেপিকে নিশানা করতে দেখা যায় দেবাংশুকেও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি জানাচ্ছে ডিসেম্বরে মহা চোর ধরা পড়বে। কখনও বলছে সরকার পড়ে যাবে। আমি বলি সেই মহাচোর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাকেই জেলে যেতে হবে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *