Sukanya Mondal : গরহাজির, ইডি-র কাছে সময় চান সুকন্যা – anubrata mondal daughter sukanya mondal skips appearance at ed delhi


এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: গোরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পাশাপাশি সক্রিয় বঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডি-ও। গোরুপাচারে মূল অভিযুক্ত এনামুল হককে জেরার জন্য সিআইডি গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। সূত্রের খবর, আজ, শুক্রবার এনামুলকে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁরা। বৃহস্পতিবার দিল্লিতে ইডি-র সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি হাজির হননি। ইডি সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়েছেন সুকন্যা। আগে তিনবার তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছে ইডি। একজন সরকারি স্কুলের শিক্ষিকা হয়ে কী ভাবে তিনি বিপুল সম্পত্তির মালিক হলেন, সেই টাকা কোন সূত্রে পেয়েছেন, এ সব নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে ইডি-র দাবি। এ দিন এই বিষয়গুলিতেই তাঁকে জেরা করার সম্ভাবনা ছিল। তবে আইনজীবী মারফত সুকন্যা ইডি-র অফিসারদের ই-মেল পাঠিয়ে দিনকয়েক সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।

Humayun Kabir : গোরুপাচার মামলায় এবার TMC বিধায়ক হুমায়ুন কবীরকে তলব ED-র : সূত্র
গোরু পাচারে অভিযুক্ত, অনুব্রতরই প্রাক্তন দেহরক্ষী সেহগলকে এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়৷ বিচারক তাঁকে আরও ১৪দিন জেল হেফাজতে পাঠান৷ সেহগলের তরফে এ দিন জামিনের আবেদন করেননি কোনও আইনজীবী৷

Anubrata Mondal : ED-র মামলা খারিজের দাবিতে হাইকোর্টে অনুব্রত, মিলবে স্বস্তি?
অন্যদিকে, ২০১৯-এ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় গোরু পাচারের একটি মামলায় এনামুলকে আজ জেরা করতে পারেন সিআইডি-র অফিসারেরা। এ জন্য আগেই জঙ্গিপুর আদালতের অনুমতি নিয়েছেন তাঁরা। মুর্শিদাবাদের বাসিন্দা এনামুল ওই জেলা থেকেই গোরুপাচার শুরু করেন বলে অভিযোগ। পরে বীরভূমে সাম্রাজ্য বিস্তার করেন। এই অবৈধ কারবারে তাঁকে কারা মদত করতেন, তা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। এই চক্রে এনামুলের তিন ভাগ্নে মেহেদি হাসান, হুমায়ুন কবীর ও জাহাঙ্গির জড়িত বলে জানতে পারেন তদন্তকারীরা। তাঁদের একাধিক বার তলব করা হলেও হাজিরা দেননি। সম্প্রতি এঁদের নামে চার্জশিট দাখিল করেছে সিআইডি।

Anubrata Mondal : ১ ডিসেম্বরের আগে দিল্লিতে নয় অনুব্রত
অভিযোগ, রীতিমতো কোম্পানি খুলে গোরুপাচারের টাকা অন্যত্র হস্তান্তর করা হয়েছে। কাদের ঝুলিতে সেই টাকা গিয়েছে, তা জানতে এনামুলকে প্রশ্ন করা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *