Trending News In West Bengal : ৫৪ বছরের রূপার কোল জুড়ে এল যমজ সন্তান, আনন্দে আত্মহারা বৃদ্ধ স্বামী – ashok nagar elderly couple welcome twins family give them warm welcome


২০১৯ সালের জুলাই মাসের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একমাত্র ছেলে অনিন্দ্য দত্তের। এরপরেই দিশেহারা হয়ে পড়েছিলেন অশোকনগর কাকপুল নয়া সমাজের দত্ত দম্পতি। একাকীত্ব ও মানসিক কষ্ট তাঁদের কুরে কুরে খেতে থাকে। এরপরেই নতুন একটি প্রাণ পৃথিবীতে আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু, সেই সময় তপন দত্তের বয়স ৭০ এবং রূপা দত্তও ৫৪। যদিও বয়সকে বাধা না মেনে তাঁরা মা-বাবা হওয়ার জন্য দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকের। কিন্তু, অনেকেই তাঁদের দিশা দেখাতে পারেননি। এরপর হাওড়া জেলার বালি এলাকায় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এই দম্পতি। তাঁর পরামর্শেই শুরু হয় চিকিৎসা। আধুনিক চিকিৎসাপদ্ধতিতে ৫৪ বছরে রূপা ফের একবার গর্ভবতী হন। তবে তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। গত ১০ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন রূপা। সিজারের মাধ্যমেই তাঁর সন্তান হয়েছে। এই মুহূর্তে মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন।

Maheshtala Flat : লুকোচুরি খেলতে গিয়েই বিপত্তি, গৃহপ্রবেশের দিনে বহুতল থেকে পড়ে জখম নাবালিকা
দত্ত পরিবারে কার্যত খুশির হাওয়া। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁরা সন্তানের মুখ দেখতে চাইছিলেন। আর সেই কারণেই তাঁরা প্রার্থনা করছিলেন। কিন্তু, যমজ সন্তান সংসারে আসায় তাঁরা অত্যন্ত খুশি। তপন দত্ত বলেন, “আমাদের একমাত্র সন্তান ট্রেন দুর্ঘটনায় মারা যায়। আমরা তখন দিশেহারা। আমরা প্রচণ্ড মানসিক কষ্ট পাই। তখনই বুঝি একটি অবলম্বনে প্রয়োজন রয়েছে। এরপরেই আমরা চিকিৎসকের পরামর্শ নিই। চিকিৎসরা প্রথমে বলেছিলেন রূপার জীবনের ঝুঁকি থাকতে পারে। এরপর আমরা পিছিয়ে আসি। কিন্তু, পরে বালির এক চিকিৎসক আমাদের আশার আলো দেখিয়েছিলেন। তাঁর কথামতোই আমরা চিকিৎসা করি।”

Dilip Ghosh : ‘চোরকে চোর বলতে আপত্তি কোথায়?’ বাগদার বিধায়কের মন্তব্যের পালটা দিলীপের
লক্ষ্মী পুজোর পরের দিন দত্ত পরিবারে দুই সন্তান আসে। খুশি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তপন দত্ত। তিনি জানান, পুলিশের কাজ করার জন্য পরিবারকে বেশি সময় দিতে পারেননি তিনি। কিন্তু, দুই খুদেকে সমস্ত সময়টা দিতে চান। বড় সন্তানের মৃত্যুর শোক এখনও ভুলতে পারেননি তিনি। তবে নতুন দুই খুদের দিকে চেয়ে জীবনে নতুন করে বাঁচার লক্ষ্য পেয়েছেন তিনি। তপন দত্তের বিশেষ বার্তা, “অনেকেই আমার মতো সন্তানহারা হয়েছেন। ফের সন্তান নিতে ভয় পাচ্ছেন। তাঁদের বলছি, ভয় পাবেন না। নতুনভাবে জীবনে এগিয়ে চলুন।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *