Cyber Security: আরও বেশি গ্যাসের ভর্তুকি! উজ্জ্বলা যোজনার নামে সাইবার ক্রাইমের নয়া ফাঁদ – new cyber crime report now fraud call are coming in the name of lpg subsidy


LPG Subsidy বিদ্যুৎ বিলের পর এবার গ্যাসের ভর্তুকি। সাইবার ক্রাইমের অভিনব প্রতারণার ফাঁদে একের পর এক গ্রাহক। পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করে জানানো হয়েছে গ্যাসের ভর্তুকি বেশি পাইয়ে দেবার নামে সাইবার ক্রাইমের (Cyber Crime) জাল ছড়াচ্ছে প্রতারকরা। সেই জালে পা দিলেই অ্যাকাউন্ট (Bank Account) থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা।

যত দিন যাচ্ছে আধুনিক প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আরও স্মার্ট হচ্ছে চোরেরাও। প্রতিদিন বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের (Cyber Security) শিকার হচ্ছেন বহু মানুষ। গ্যাসের ভর্তুকির নাম করে এবার নয়া জাল ছড়াচ্ছে সাইবার ঠগিরা। উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) আরও বেশি ভর্তুকির প্রস্তাব দিয়ে পাতা হচ্ছে ফাঁদ।

Fake Call Centre Busted : ফের প্রতারণা চক্রের পর্দা ফাঁস! নিউটাউন থেকে গ্রেফতার ১৬

জানা গিয়েছে, সম্প্রতি প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ (West Bengal News)। নয়া কায়দায় প্রস্তাব নিয়ে আসছে ফোন। হাওড়ার (Howrah News) জগতবল্লভপুর এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকার বাসিন্দাদের একাংশ একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জগতবল্লভ পুর গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহক। প্রতারকদের তরফে ফোন করে বলা হচ্ছে গ্যাসের অফিস থেকে এই ফোন করা হচ্ছে। চৈতালি দাস নামে প্রতারণার শিকার এক গ্রাহক জানিয়েছেন, দিল্লির গ্যাসের অফিস থেকে বলছি বলে ফোন আসে। তাতে বলা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমে (Pradhan Mantri Ujjwala Yojana) তাদের অন্তর্ভুক্ত করা হবে। এতে ভর্তুকি মিলবে আট হাজার টাকা।

Recruitment Scam : স্বাস্থ্য দফতরে চাকরির নামে লাখ লাখ টাকা আদায়, প্রতারিত সোদপুরের যুবক

এইভাবে লোভনীয় প্রস্তাব দিয়ে গ্রাহককে কথার ছলচাতুরিতে আশ্বস্ত করার চেষ্টা করা হয়। গ্রাহক রাজি হলেই ব্যাঙ্ক ডিটেল চেয়ে মেসেজ আসে। চাওয়া হয় ওটিপি। আর তা শেয়ারের সঙ্গে সঙ্গেই পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওই প্রতারিত গ্রাহকের। বাচ্চু পাল নামে এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে একইভাবে আট হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

Job Offer in Kolkata : ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরির প্রতারণা চক্র, নিউটাউন থেকে গ্রেফতার ৫

প্রতারিত গ্রাহকদের অভিযোগ, তার অভিযোগ এই ঘটনার সঙ্গে ব্যাঙ্ক ও গ্যাস অফিসের কর্মীরা জড়িত রয়েছেন। তা না হলে তাদের গ্যাস ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কী ভাবে প্রতারকদের হাতে চলে যেত না । বলে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের আরও অভিযোগ, প্রতারিত হওয়ার পর ব্যাঙ্ক ও গ্যাসের অফিসে গেলে কোনও সাহায্যই পাওয়া যাচ্ছে না । সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime Department) ও জগৎবল্লভপুর থানায় অভিযোগ করছেন সকলেই। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে। তবে মানুষ সচেতন না হলে সাইবার ক্রাইম আটকানো সম্ভব নয়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *