Dilip Ghosh: ‘তৃণমূলের সভায় নিরাপত্তা আমাদের বেলায় গা জোয়ারি’, অভিষেককে নিশানা দিলীপের – dilip ghosh comments on abhishek banerjee and suvendu adhikari rally on same day


Abhishek Banerjee Rally at Kathi পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ঘোষণার আগেই তুঙ্গে পারদ। হাইভোল্টেজ শনিবারে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির ১০০ মিটারের মধ্যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। অন্যদিকে, তৃণমূল সাংসদের কেন্দ্র অর্থাৎ অভিষেক গড় ডায়মন্ডহারবারে পালটা সভা শুভেন্দুর। নির্বাচনের সময় ছাড়া এমন যুযুধান দুই প্রতিপক্ষের একইদিনে হেভিওয়েট সভার নজির বিরল। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শুভেন্দু গড়ে সভাকে কোনও গুরুত্বই দিতে নারাজ BJP সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Suvendu Adhikari : শুভেন্দু’র সভাস্থল বদল, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে মিলল অনুমতি

ইকোপার্কে (Eco Park, New Town) প্রার্তভ্রমণে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও ভিডিয়ো বার্তা নিয়ে প্রতিক্রিয়ায় নিস্পৃহ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ”আগেও হুঙ্কার দিয়েছেন। কিছু যায় আসে না। উনি আমাদের নেতার বাড়ির সামনে সভা করছেন। অনুমতি আছে কিনা জানি না। পুলিশ এদিকে সুরক্ষা দিচ্ছে। আর আমরা আদালতের অনুমতি নিয়ে সভা করছি, সেখানে গা জোয়ারি করা হচ্ছে। মানুষ সব দেখছে।”

একইদিনে ডায়মন্ডহারবারে সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় বাধা সৃষ্টি করা হতে পারে বলে আশঙ্কা দিলীপের। একইসঙ্গে কোনও বাধা এলে রাষ্ট্রপতি শাসন জারি করে হবে বলে হুঁশিয়ারি BJP সর্বভারতীয় সহ সভাপতির । তিনি বলেন, ”কর্মীদের আটকানো হবে। বাধা দেওয়া হবে। রাস্তায় মারা হবে। ভয় দেখান হবে। এ পরিস্থিতি মেনে নিয়েই আমরা রাজনীতি করি। এই গুন্ডামির বিরুদ্ধে BJP রুখে দাঁড়িয়েছে বলেই মানুষ BJPর পাশে আছে। আমি নিজে এই অবস্থায় সভা করেছি। বিরোধী দলনেতা ক্যাবিনেট পর্যায়ের নেতা। তার সুরক্ষা যদি রাজ্য পুলিশ দিতে না পারে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।”

Suvendu Adhikari : অভিষেকের বাবাকে নিয়ে মন্তব্য, শুভেন্দুকে আলিপুর কোর্টে হাজিরার নির্দেশ

শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানো নিয়েও সরব হন দিলীপ ঘোষ। বলেন, ”বিরোধী দলনেতাকে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা চলছে। যে দলের লোকেরা আইন মানে না। যে দলের নেতারা বেআইনিভাবে লালবাতি ব্যবহার করে, তারা বিরোধী দলনেতার নাকি জরিমানা করে দিচ্ছে। সারা দেশ ও দুনিয়া দেখছে এখানে কী চলছে।”
Abhishek Banerjee : শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ

রাজ্যে মুর্হূমুহু বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় কটাক্ষ BJP নেতার। বিশেষত ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ”যেখানেই তাকাই হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। অথবা বিস্ফোরণের ঘটনায় তৃণমল নেতার নাম। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *