IIT Kharagpur : আড়াই কোটির বেশি বেতনের অফার IIT খড়্গপুরে – iit kharagpur student got two crore sixty lakhs annual paying job offer


এই সময়, মেদিনীপুর: ২ কোটি ৬০ লাখ টাকার চাকরির অফার আইআইটি খড়্গপুরে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২০২২-এর প্লেসমেন্ট সেশন। প্রথম দিনেই বাজিমাত! উচ্চ বেতনের চাকরির অফার পেলেন আইআইটি খড়গপুরের এক পড়ুয়া। যা গতবারের অঙ্ককেও ছাড়িয়ে গেল বলে দাবি কর্তৃপক্ষের। ১ কোটি টাকার চাকরির অফার পেয়েছেন ওই প্রতিষ্ঠানের আরও দুই ছাত্র। এছাড়াও অনেকগুলি আকর্ষণীয় বেতনের চাকরির অফার রয়েছে আইআইটি খড়্গপুরের ছাত্রছাত্রীদের কাছে। আগামী কয়েকদিনে আরও বেশ কিছু আকর্ষণীয় বেতনের চাকরির অফার তাঁরা পাবেন বলেই আশা।

Cristiano Ronaldo : এবার ঠিকানা সৌদি আরব? রোনাল্ডোকে কোটি কোটি টাকার টোপ
আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার তমাল নাথ বলেনন, ‘আগামী দশ-বারো দিন চলবে এই প্লেসমেন্ট সেশন। আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিশ্বের নামীদামি বিভিন্ন সংস্থায় সুযোগ পাচ্ছেন। যতদূর মনে পড়ে, গত বছর আমাদের ক্যাম্পাস থেকে প্লেসমেন্ট সেশনে ২ কোটি ৪০ লক্ষ টাকার চাকরির অফার পেয়েছিলেন। এবার সে অঙ্কও ছাড়িয়ে গেল। প্রথম প্লেসমেন্ট সেশনের প্রথম দিনেই অফার এসেছে ২ কোটি ৬০ লাখ টাকার। প্লেসমেন্ট সেশন কয়েক দিন ধরে চলবে। আরও ভালো কিছু সুযোগ পাওয়া যাবে বলে আশা।’

IIT Kharagpur Student Death : ছাত্রমৃত্যু : রিপোর্ট দেখে বিরক্ত কোর্ট
আইআইটি সূত্রে খবর, প্রি-প্লেসমেন্ট অফার সমেত ৭৬০টিরও বেশি অফার পেয়েছে আইআইটি খড়্গপুরের ছাত্রছাত্রীরা। এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন নামীদামি সংস্থা প্লেসমেন্ট সেশনে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে ১৬টি আন্তর্জাতিক অফার এসেছে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। যার মধ্যে প্রথম দিনে ২ কোটি ৬০ লক্ষ টাকা সিটিসি-র সর্বোচ্চ প্যাকেজও রয়েছে৷ মোট ৩৪টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশ নিয়েছে। শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। চলবে কয়েক দিন। অ্যাপল, এয়ারবাস, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কয়ার পয়েন্ট-এর মতো সংস্থাগুলি এসেছে প্লেসমেন্ট সেশনে।

JEE Main 2023: কবে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স? 30 নভেম্বরের মধ্যে পরীক্ষার দিন ঘোষণা
আইআইটি খড়গপুরের এক আধিকারিক বলেন, ‘এই বছর ৮০০-র বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছেন। ১৪০টির বেশি কোম্পানি এবার ইন্টার্নশিপ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। যা আগামী মরসুমের জন্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্লেসমেন্ট সেশন শেষ হলে নাম সমেত প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে। আইআইটি খড়্গপুর এগিয়ে চলেছে এটা তার ইঙ্গিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *