জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) একেবারে ভরা বাজারেও কিন্তু বাইশ গজে রয়েছে যথেষ্ট ব্যস্ততা! রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) এই মুহূর্তে বাংলাদেশে সফররত (India tour of Bangladesh, 2022)। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট খেলা হবে দুই দেশের মধ্যে। আগামিকাল তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে রোহিত অ্যান্ড কোং বনাম লিটন দাসের (Litton Das) টাইগার্স। সিরিজে অনিশ্চিত তামিম ইকবাল (Tamim Iqbal)। ফলে দায়িত্ব লিটনের কাঁধে। ম্যাচের আগের দিনই বিরাট ধাক্কা খেয়েছে ভারত। কাঁধের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের স্টার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে দলে এসেছেন তরুণ জোরে বোলার উমরান মালিক (Umran Malik)।
এই মহূর্তে শামির রিহ্যাব হচ্ছে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে। ট্রেনিংয়ের সময় চোট পেয়েই তাঁর খেলা হচ্ছে না বাংলাদেশের বিরুদ্ধে। ট্যুইটারে রিহ্যাবের একাধিক ছবি পোস্ট করে ‘সহেসপুর এক্সপ্রেস’ লিখেছেন, ‘আঘাত সাধারণত আপনাকে শিক্ষা দেয় প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান তা বোঝার। গোটা কেরিয়ার জুড়েই চোট-আঘাত পেয়েছি। কোথাও আমাকে যা বিনয়ী করেছে। এখান থেকে আলাদা দৃষ্টিভঙ্গি মেলে। কতবার আঘাত পেয়েছি, সেটা আমার কাছে কোনও গুরুত্ব রাখে না, আমি ভাবি কী শিক্ষা পেলাম, আরও শক্তিশালী হয়ে কীভাবে ফিরলাম।’ শনিবার সকালেই বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইটারে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন শামির চোটের কথা।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিশান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন ও উমরান মালিক।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)