পরেশ রাওয়ালের বিরুদ্ধে FIR মহম্মদ সেলিমের
পরেশ রাওয়ালের (Actor Paresh Rawal Comment) মন্তব্য প্রসঙ্গে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বহু সংখ্যক বাঙালি এ রাজ্যের বাইরেও থাকেন। আমার অনুমান তাঁদের টার্গেট করেই এ কথা বলা হয়েছে।” শত্রুতা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান করা, জনসমক্ষে বিদ্রুপ করার মতো একাধিক ধারায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করার আর্জি জানিয়েছেন তিনি।
শশী পাঁজার প্রতিক্রিয়া
পরেশ রাওয়ালের বাঙালিদের নিয়ে এ হেন মন্তব্যে প্রেক্ষিতে রাজ্যের শিল্প তথা মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাও কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “আবারও প্রকাশ্যে হিংসা, বিদ্রুপ এবং বিভাজনের রাজনীতি করা হচ্ছে। পরেশ রাওয়ালের মতো একজন প্রথিতযশা অভিনেতা যিনি আবার BJP-র সদস্য, তিনি বাঙালিদের মাছ ভাজা নিয়ে যা মন্তব্য করেছেন তা নিন্দনীয়। মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ার মতো সমস্যাগুলিতে বিপর্যস্ত কেন্দ্রীয় সরকার। কিন্তু, সেই সমস্যা নিয়ে না ভেবে BJP এবার বাঙালিদের নিয়ে পড়েছে। বাঙালি কী ভাবে মাছ ভাজা খায়, তা নিয়ে কটাক্ষ করছেন।” শশী পাঁজার আরও সংযোজন, “অত্যন্ত হতাশাজনক মন্তব্য করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। ২০২১ সালে এ রাজ্যে BJP ক্ষমতায় আসতে পারেনি বলে এবার বাংলাকে আক্রমণ করা হচ্ছে। বাঙালিদের অপমান করা হচ্ছে। বাংলার মানুষ কখনও এই অপমান ভুলবে না।”